খুলনা জেলার রূপসায় ইমরান হোসেন মানিক (৩৮) নামের এক ব্যাক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর মাস্টার বাড়ির গেটের সামনে এ ঘটনাটি ঘটে। মানিক ওই ইউনিয়নের বাগমার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, অস্ত্রধারী দুর্বৃত্তরা খুব কাছ থেকে মানিকের মুখমন্ডল লক্ষ্য করে ৫/৬ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মানিক মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং মানিকের লাশ উদ্ধার করেছে। এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে হত্যাকান্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

রূপসা থানার দায়িত্বরত কর্মকর্তা জনি আহমেদ বলেন, রাতে মানিক একটি ভ্যানে করে ইলাপুরের দিকে যাচ্ছিলেন। এসময় কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে পরপর দুটি গুলি ছোড়ে। একটি গুলি মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।

পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২ : খুলনা মহানগরীতে বিদেশী পিস্তল ও গুলিসহ পাভেল ও হাবিব নামের ২ যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে নগরীর পশ্চিম বানিয়াখামার আলকাতরা মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।