আজ সোমবার কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের ১১ দলীয় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। সকাল ৯ টায় কুষ্টিয়া, দুপুরে মেহেরপুর, বিকাল ৪ টায় চুয়াডাঙ্গায় এবং সন্ধায় ঝিনাইদহে এসব জনসভা অনুষ্টিত হবে।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের ১১ দলীয় নির্বাচনী জনসভায় আগমন উপলক্ষে কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলার ভারপ্রাপ্ত আমীর আব্দুল গফুর, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দীন জোয়ার্দার, শহর আমীর এনামুল হক।
সংবাদ সম্মেলনে তিনি আসন্ন জনসভার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা ও কর্মপরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন।
জেলা জামায়াত জানায়, আজ সোমবার সকাল ৯টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলার ছয়টি উপজেলায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। পাশাপাশি কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীরাও জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
জেলা আমীর আব্দুল গফুর বলেন, আমীরে জামায়াতের এই সফরকে ঘিরে কুষ্টিয়ার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
চুয়াডাঙ্গা সংবাদদাতা: আজ সোমবার চুয়াডাঙ্গা আসছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। তিনি আজ বিকাল ৪টায় চুয়াডাঙ্গা টাউন মাঠে জেলা জামায়াতের আয়োজনে ও ১০দলের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন। এছাড়াও বক্তব্য রাখবেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী ও আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদরের আংশিক) সংসদ সদস্য প্রার্থী মাসুদ পারভেজ রাসেল, সহকারী সেক্রেটারী আব্দুল কাদের, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ ও উপজেলা নেতৃবৃন্দ। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট কর আইনজীবি মোঃ রুহুল আমিন। জনসভা উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুুতি স¤পন্ন হয়েছে। চলছে প্রচার প্রচারণা, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে নির্বাচনী জনসভায় উপস্থিত থাকবেন জেলার বিভিন্ন স্তর ও শ্রেণী পেশার মানুষ।
ঝিনাইদহ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ সোমবার ঝিনাইদহ সফর করবেন। সন্ধ্যায় ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার দিনের প্রথম ভাগে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা সফর শেষে সন্ধ্যার দিকে তিনি ঝিনাইদহে পৌঁছাবেন। ঝিনাইদহে জনসভায় বক্তব্য প্রদান শেষে তিনি যশোরের উদ্দেশ্যে রওনা দেবেন।
এ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান। এছাড়াও উপস্থিত থাকবেন ঝিনাইদহ-১, ২, ৩ ও ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীগণসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর এবং ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আলী আজম মো. আবুবকর বলেন,আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা আয়োজনের জন্য সার্বিক প্রস্তুতি সুন্দরভাবে সম্পন্ন করেছি।
আগামীকাল খুলনা, যশোর ও সাতক্ষীরায় জনসভা
খুলনা ব্যুরো : আগামীকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী ও জেলা শাখার উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি হেলিকপ্টার যোগে যশোর হয়ে খুলনায় আসবেন। খুলনার কর্মসূচি শেষে তিনি বাগেরহাট জেলার নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
গতকাল রোববার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে খুলনা মহানগরী ও জেলা জামায়াতে ইসলামী আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ সব তথ্য জানান কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগরী আমীর খুলনা-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও নির্বাচনী জনসভা প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি জানান, জনসভাকে সফল করতে ইতোমধ্যে প্রায় ১৫টি উপ-কমিটি ও সাব-কমিটি গঠন করা হয়েছে। পুরোদমে চলছে প্রস্তুতি ।
এম এ আর মশিউর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের যশোর সফর উপলক্ষে আয়োজিত নির্বাচনী জনসভাকে সফল করতে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা জামায়াতে ইসলামী। গতকাল রোববার বেলা ১২টায় প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। এ সময় তিনি আসন্ন জনসভার প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক কর্মপরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াত জানায়, আগামীকাল মঙ্গলবার সকাল ৮টায় যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলার আটটি উপজেলায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। পাশাপাশি যশোর জেলার ছয়টি সংসদীয় আসনে ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থীরাও জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, আমীরে জামায়াতের এই সফরকে ঘিরে যশোরের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি, এই জনসভা যশোরের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অধ্যায়ে পরিণত হবে। তিনি আরও বলেন, জনসভাটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
সাংবাদিকদের নির্বাচনী প্রচার প্রচারনায় কোন বাধাগ্রস্ত হচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক গোলাম রসুল অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারণা চলাকালে বিভিন্ন এলাকায় জামায়াতের ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে। শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে এ ধরনের অপ্রীতিকর ঘটনার বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
আগমন উপলক্ষে সাংবাদিক সম্মেলন
সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের করেছে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী। গতকাল রবিবার দুপুরে শহরের আল আমিন ট্রাস্টের জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এড.আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারী মাওলানা রুলুল আমিন, কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে ডা. শফিকুর রহমানের জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলটির নেতাকর্মীরা। সাতক্ষীরা জামায়াত আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, আগামী ২৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় সাতক্ষীরা সরকারী বালক বিদ্যালয় মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। উক্ত সমাবেশ সফল এবং সার্থক করতে সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, আইন শৃঙ্খলায় নিয়োজিত সকলের সহযোগীতা, সর্বপরি সাতক্ষীরার আপমর জনগণের সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি। জেলা আমীর আশা করেন সমাবেশে দুই লাখের বেশি মানুষের জনসমাগম হবে।