মেট্রোরেলের এম আর টি লাইন ২ নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ মুক্তারপুর সংযুক্তের দাবিতে মুন্সিগঞ্জ মেট্রোরেল বাস্তবায়ন পরিষদের মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ উপদেষ্টা কে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার ৫ই নভেম্বর দুপুর ১২:০০ টায় জেলা প্রশাসকের কার্যালয় জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম মুন্সিগঞ্জ মেট্রোরেল বাস্তবায়ন পরিষদের আহবায়ক এডভোকেট মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোরেল বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ও মুন্সিগঞ্জ উন্নয়ন ফরমের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম এফ সি এম এ, এডভোকেট মাহবুব আলম স্বপন, এডভোকেট মোস্তাফিজুর রহমান, সিনিয়র সাংবাদিক মাহবুব আলম লিটন, সাংবাদিক রানা, দৈনিক সংগ্রামের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মমিন বিশ্বাস। স্মারকলিপিতে উল্লেখ করা হয় মুন্সীগঞ্জ সদর উপজেলা টুংগীবাড়ি সিরাজদিখান দৈনিক ১০ থেকে ১৫ লক্ষ লোক ঢাকা থেকে মুক্তারপুর হয়ে যাতায়াত করে। ঢাকা থেকে মুন্সিমগঞ্জ এর দূরত্ব ২৫ কিলোমিটার। যাতায়াত ব্যবস্থা উন্নতি হলে বিশ্বের অন্যতম ঘনবসতি শহর ঢাকাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসবে। স্মারকলিপি দেওয়ার পরে মেট্রোরেল বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক এডভোকেট মঞ্জুর মোর্শেদ জানান আগামী ১৪ ই নভেম্বর সকাল ৯ টায় সর্বস্তরের নাগরিকদের নিয়ে দাবি আদায়ের জন্য একটি মানববন্ধন করা হবে সকলকে মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়।
গ্রাম-গঞ্জ-শহর
মুন্সিগঞ্জ মেট্রোরেলের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান
মেট্রোরেলের এম আর টি লাইন ২ নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ মুক্তারপুর সংযুক্তের দাবিতে মুন্সিগঞ্জ মেট্রোরেল বাস্তবায়ন পরিষদের মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ উপদেষ্টা কে স্মারকলিপি প্রদান করা হয়েছে।