তিতাস (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার তিতাসে সংরক্ষিত নারী ইউপি সদস্য ও তার ছেলেকে মাদকসহ গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ। উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক তৈরির সরঞ্জামসহ আসামীদের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করেছেন। আটককৃতরা হলেন, সম্প্রতি উপজেলার কলাকান্দি ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মাছিমপুর গ্রামের বাসিন্দা চম্পা বেগম ও তার ছেলে জয় সরকার। পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আসামীদের নামে একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে। এবিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ইয়াবা ও মাদক তৈরির সরঞ্জামসহ এ দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
গ্রাম-গঞ্জ-শহর
তিতাসে মাদকসহ মা ও ছেলে গ্রেফতার
কুমিল্লার তিতাসে সংরক্ষিত নারী ইউপি সদস্য ও তার ছেলেকে মাদকসহ গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।