চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, মাদকসহ আপন দুই সহোদরকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। সোমবার উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড নজির মেম্বারের বাড়ি থেকে যৌথবাহিনীর অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন মো. নজিবুল হক শাওন (৩০), নেছারুল হক সজিব (৩০) আপন সহোদর চরপাথরঘাটা ০১নং ওয়ার্ড নজির মেম্বারের বারি মো. নুরুল আবছার এর পুত্র।
খোঁজ নিয়ে জানা গেছে, শাওন কর্ণফুলী জিয়া মঞ্চের সদস্য সচিব বলে জানা যায়। থানা সূত্রে বলছে চাঁদাবাজির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, যৌথ বাহিনী অভিযানে দেশীয় অস্ত্র, মাদকসহ ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। তারা সম্পর্কে আপন সহোদর। ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/১৯(ক) মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।