পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহী আবহ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে জুলাই বিপ্লব বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ আয়োজন ‘জুলাই মঞ্চ’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি এরফান আলী এনাফ। প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট কবি ও আল মাহমুদ গবেষক ড. ফজলুল হক তুহিন। ১ম পর্বে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা সভাপতি বিশিষ্ট রাজনীতিক ও গবেষক ড. মো. ওবায়দুল্লাহ। দ্বিতীয় পর্বে প্রধান বক্তা ছিলেন কবি ও গবেষক অধ্যাপক মো. কামারুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক মনির বেলাল, বৈষম্য বিরোধী আন্দোলনের রাবি’র সাবেক সমন্বয়ক কবি মাহির ইসলাম, পথিক সংস্কৃতি সংসদের পৃষ্ঠপোষক মাওলানা মনজুর রহমান প্রমুখ।