দেশের লাইফলাইনখ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বড় ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা করেছিলেন আওয়ামী লীগের কিছু নেতা। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড থেকে চৌদ্দগ্রাম মিয়াবাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশে মহাসড়ক বিচ্ছিন্ন হলে দেশের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হবে। এছাড়া শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিকল্পনাও করা হয়েছিল।
গত সোমবার (১৫ সেপ্টেম্বর) যৌথবাহিনীর বিশেষ অভিযানে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ঘনিষ্ট সাবেক চেয়ারম্যান নাইমুর রহমান মজুমদার মাছুম এবং পুলিশের অভিযানে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুল হাসান রাকিবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাছুম উজিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং চাঞ্চল্যকর এক হত্যাকা-ের ৮৮ নং আসামি। রাকিব উজিরপুরের বেলঘর গ্রামের আবুল কাশেমের ছেলে।
জিজ্ঞাসাবাদে নাইমুর রহমান স্বীকার করেছেন, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ রাজধানীর বিভিন্ন স্থানে সকাল ৬টা থেকে ৭টার মধ্যে ভয়াবহ নাশকতা চালানোর পরিকল্পনা ছিল। এতে এক্সকাভেটর ব্যবহার করে রাস্তাঘাট কেটে যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করা এবং শিল্পাঞ্চলে অসন্তোষ সৃষ্টি করে দেশের অর্থনীতি বিপর্যস্ত করার লক্ষ্য ছিল।