মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রাম ১ মীরসরাই আসনে জামায়াত মনোনীত দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী এডভোকেট সাইফুর রহমান জানান, মিরসরাইয়ের হিন্দু মুসলিম একে অপরের সহযোগী হিসেবে কাজ করবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে মিরসরাইয়ের দূর্গাপুর ইউনিয়নের দাশ পাড়ায় জেলে সম্প্রদায়ের সাথে মতবিনিময় কালে তার বক্তব্যে এই মন্তব্য করেন।
জামায়াতের উক্ত মতবিনিময় সভায় ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে ও জোরারগঞ্জ থানা জামায়াতের বাইতুল মাল সম্পাদক ডাক্তার আব্দুল গফুরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আবদুল আলীম, ওয়ার্ল্ড সভাপতি হানিফ নিজামী, হিন্দু প্রতিনিধি থেকে বক্তব্য রাখেন শিক্ষক ক্ষুদিরাম দাস, শিক্ষক গোপি দাস প্রমুখ।
মতবিনিময় সভায় শিক্ষক ক্ষুদিরাম দাস বলেন, আমরা একটা কথা বলতে চাই সেটা হলো বদলে যাও বদলে দাও। এছাড়া উপস্থিত হিন্দু জনগোষ্ঠী আগামী নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দিয়ে এডভোকেট সাইফুর রহমানের বিজয় নিশ্চিত করার আশ্বাস দেন।