পটুয়াখালী সংবাদদাতা : সম্প্রতি পটুয়াখালী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, ‘নতুন প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। আজকের শিক্ষার্থীরা যেন নিজের লক্ষ্য নির্ধারণ করে আগাতে পারে, সে জন্যই আমাদের এই আয়োজন।’ ‘শিক্ষা শুধু সনদ অর্জনের জন্য নয়, বরং তা চরিত্র গঠনের শক্তিশালী মাধ্যম। আজকের শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম ও আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে হবে। যারা স্বপ্ন দেখে, নিজের লক্ষ্যে অবিচল থাকেÍতারাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দিতে সক্ষম।’ তিনি আরও বলেন, ‘ইসলামী ছাত্রশিবির বরাবরই শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক ভিত্তি গঠনে কাজ করে যাচ্ছে। এই নবীন শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতের আলোকিত মানুষ তৈরি হবেÑ আমাদের এই আয়োজন সে লক্ষ্যে একটি ছোট পদক্ষেপ।’ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়্যারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা যুব বিভাগের সভাপতি রফিকুল ইসলাম বাসার। বাংলাদেশ শ্রমিক কল্যাণ পরিষদের জেলা সভাপতি সাইদুর রহমান পাবেল। ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি রাকিবুল ইসলাম নুর, সেক্রেটারি তামিম হোসেন।
গ্রাম-গঞ্জ-শহর
পটুয়াখালী সরকারি কলেজে শিবিরের নবীনবরণ
সম্প্রতি পটুয়াখালী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫