বাউফলে জোয়ারের পানির প্রভাবে তিন দিন আগে বগা-কনকদিয়া-মদনপুরা ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কটি দ্বিখন্ডিত হয়ে যায়। এতে তিন ইউনিয়নের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন।

এমন খবর পৌঁছে যায় বাউফলের গণমানুষের নেতা, বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদের কাছে।

লাখো মানুষের দুর্ভোগের খবর শোনা মাত্রই তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তার দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন।

এরই ধারাবাহিকতায় আজ ২৭ আগস্ট (বুধবার) বিকেলে রাস্তা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ সময় স্থানীয় উপস্থিত জনতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের ভুয়োসী প্রশংসা করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা আগামীতে ড. মাসুদের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

নিয়মিত সড়কটি ব্যবহার করা আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলেন, প্রতিনিয়ত এই সড়কটি ব্যবহার করে আমি স্কুলে যাই। কিন্তু গত পরশুদিন এই সড়কটি ভেঙ্গে যায়। সড়কটি ভাঙ্গার কারণে আমার স্কুলে যাতায়াত করতে কষ্ট হয়। আমি শারীরিকভাবে অসুস্থ। আমাকে এই সড়ক ব্যবহার করে ডাক্তার দেখাতেও যেতে হয়। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তিনি এভাবে যেন এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে পারেন।

ক্ষুদে স্কুল শিক্ষার্থী তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মনির হোসেন বলেন, এই রাস্তাটা ভাইঙ্গা গেছে আমরা হেইলেইগ্গা স্কুলে যাইতে পারি না। রাস্তার কাম করায় হেইলেইগা মাসুদ ভাইরে ধন্যবাদ।

বগা ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজের ইন্টারের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, আমাদের প্রতিদিন কলেজে যাওয়া-আসা হয়। গত দুদিন আগে এই রাস্তাটি ভেঙ্গে যায়। যার কারণে আমাদের কলেজে যেতে কষ্ট হয়। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়াকে ধন্যবাদ তিনি এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করার জন্য।

রাস্তা সংস্কারের তত্ত্বাবধায়ক বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন আব্দুল্লাহ শিবলী বলেন, এই রাস্তাটি তিন ইউনিয়নের বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বগা মদনপুরা এবং কনকদিয়া ইউনিয়নের লোকজন এই সড়কটি ব্যবহার করে। রাস্তাটি প্রবল জোয়ারে দুই খন্ড হবার পরে চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা। এমন খবর ডক্টর শফিকুল ইসলাম মাসুদের কানে পৌছলে তার নির্দেশে আমরা রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।