ফৌজদারি মামলায় অভিযুক্ত রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু ও কার্যনির্বাহী পরিষদ সদস্য নাজমুল ইসলাম জিমকে ক্লাবের সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ড. সাদিকুল ইসলাম স্বপনকে রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পন করা হয়।

বৃহস্পতিবার রাজশাহী নগরীর একটি রেঁস্তোরায় অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় সর্বসম্মতভাবে এসব সিদ্ধান্ত নেয়া হয়। সিনিয়র-সভাপতি ড. সাদিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে, ব্যক্তির দায় কখনোই রাজশাহী প্রেসক্লাব নিবে না। নজরুল ইসলাম জুল ও তার ছেলে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে জেল-হাজতে অবস্থান করছে। এই পরিস্থিতিতে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক তাদের রাজশাহী প্রেসক্লাবের সদস্য কিংবা সাংগঠনিক পদে থাকার অধিকার নেই। এজন্য কার্যনির্বাহী কমিটির সম্মিলিত সিদ্ধান্তের আলোকে তাদের উভয়কে প্রেসক্লাব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সভায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মাহবুব হোসেন এবং এনটিভি অনলাইন প্রতিবেদক ও দৈনিক উত্তরা প্রতিদিনের প্রধান প্রতিবেদক আবু সাঈদ রনিকে কার্যনির্বাহী কমিটির নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সভা সঞ্চালনা করেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সুফি মহিব্বুল আরেফিন। সভায় যুগ্ম সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, সহ-সভাপতি আবু সালেহ মোঃ ফাত্তাহ, কোধাষ্যক্ষ ওমর ফারুক, নির্বাহী সদস্য মো. জাহিদ হাসান, সোহেল মাহবুব, আমজাদ হোসেন শিমুল ও আশিকুর রহমান উপস্থিত ছিলেন।