লালমনিরহাট সংবাদদাতা : গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প’- এর আওতায় দিনব্যাপী লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) রাজীব আহসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আফরোজা খাতুন। সভায় সঞ্চালক ছিলেন, সহকারী কমিশনার মীর ফয়সাল আলী। সভার কার্যক্রমের পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন,
জেলা ম্যানেজার, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প
মোছাঃ দৌলতুন নেছা।
এ কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আব্দুর রব সুজন, প্রেসক্লাব লালমনিরহাট এর আহবায়ক এস এম গোলাম মোস্তফা, প্রেসক্লাব লালমনিরহাট এর যুগ্ম আহবায়ক ও সাংবাদিক লাভলু শেখ, এস দিলিপ রায় ও প্রেসক্লাব লালমনিরহাট এর সদস্য সচিব ও সাংবাদিক হাসান উল আজিজ প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত সক্রিয় হলে গ্রামীণ পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত মীমাংসা সম্ভব হয়। এতে আদালতে মামলা কমবে। জনগণের সময় ও অর্থ সাশ্রয় হবে।পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় থাকবে। গ্রাম আদালত আরো সক্রিয়করণে সরকার কাজ করে যাচ্ছে। অংশগ্রহণকারীরা এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন এ সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।