ঢাকাস্থ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কুমিল্লায় বিভিন্ন কলেজ ও মাদরাসার প্রধান সুধী শুভাকাক্সক্ষী সাথে মতবিনিময় সভা করে।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আ ন ম রফিকুর রহমান মাদানী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টির সদস্য মিজানুর রহমান। ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর সুলতান আহমদ ও সহযোগী অধ্যাপক ড. মো: মোবারক হোসেন।
বি আই ইউ সিনিয়র সহকারী রেজিস্ট্রার ও ভর্তি বিভাগের প্রধান মোঃ শামসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন,ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কোভিদ মাসুদ, রূপসী বাংলা কলেজের প্রতিষ্ঠাতা ইফতেখারুল আলম, ফজলুর রহমান মেমোরিয়াল টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আবু তাহের, আড়াইবাড়ি কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি আমিনুল হক, কালাকচুয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ইউনুস মিয়া, চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজের উপধাক্ষ আবু হানিফ। আবিদপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বদিউল আলম. কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এর অধ্যক্ষ আব্দুল হান্নান প্রমুখ। সভায় শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা জেনে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।