সোনারগাঁ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, আধিপত্যবাদমুক্ত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গড়ে উঠুক যারা চায় না, তারাই বুদ্ধিজীবীদের হত্যা করেছে। আধিপত্যবাদী শক্তির এই ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই। ওসমান হাদীকে হত্যার উদ্দেশে গুলী করা এই ষড়যন্ত্রেরই অংশ।

১৪ ডিসেম্বর (রবিবার) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তেব্যে তিনি এ কথা বলেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, ইঞ্জিনিয়ার আবদুল বাকী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মুফতী জাহাঙ্গীর আলম, মুহাম্মদ শাহিদুর রহমান প্রমুখ।

এ সময় মমিনুল হক সরকার আরো বলেন, আমাদেরকে রাজনৈতিক অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিকভাবে যারা স্বাবলম্বী হিসেবে দেখতে যারা পছন্দ করে না, তারাই বুদ্ধিজীবীদের হত্যা করেছে। বুদ্ধিজীবী হত্যার সব তথ্য সাংবাদিক জহির রায়হানের কাছে ছিল, কিন্তু শেখ মুজিবের শাসনামলে তাকে কারা হত্যা করলো তার তথ্য আজো উদঘাটিত হয়নি। অনেক দেরিতে হলেও সেই তথ্য উদঘাটন করে বুদ্ধিজীবী হত্যার মূল রহস্য জাতির সামনে প্রকাশ করার জন্য তিনি দাবি জানান।

নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় মুসলিম রাষ্ট্র। আমাদের জাতিসত্তার এই পরিচয়কে যারা সহ্য করতে পারে না, তারাই বিগত তেপ্পান্ন বছর যাবৎ আমাদেরকে মেধাহীন একটি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করে যাচ্ছে।

মুন্সীগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্বেগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় মুন্সীগঞ্জ জেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা কর্মপরিষদ সদস্য মো. আরশাদ আলী ঢালীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আ.জ.ম রুহুল কুদ্দুস, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার আমীর মো. নুরুল আমিন শিকদার, মুন্সীগঞ্জ পৌরসভা সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল মুবিন, সদর উপজেলা সেক্রেটারি মোঃ মজনু দেওয়ান পঞ্চসার ইউনিয়ন আমীর মোহাম্মদ সামসুদ্দোহা বিশ্বাস রামপাল ইউনিয়নের আমীর মাওলানা মোঃ ইব্রাহিম খলিল আধারা ইউনিয়নের আমীর মাওলানা মোঃ ইব্রাহিম খলিল প্রমুখ। আলোচনায় আজম রুহুল কুদ্দুস বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত প্রহরী। বাংলাদেশে যাবে তো ইসলামী কোন স্বাধীনতা বিরোধী দল নয়। জামায়ত নেতাদের প্রতি বিচারের নামে জুলুম করা হয়েছে।

আলোচনা শেষে জেলা জামায়াতের আমীর মাওলানা আ.জ.ম রুহুল কুদ্দুস। শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এবং ইনকিলাব মঞ্চের সমন্বয়ক ওসমান হাদীর সুস্থতা কামনা করেন।

যশোর সংবাদদাতা : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিক। আলোচনা সভা সঞ্চালনা করেন যশোর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মনিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবু জাফর সিদ্দিক বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক গভীর শোকাবহ দিন। স্বাধীনতার প্রাক্কালে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিকসহ দেশপ্রেমিক বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে দিশাহীন করার অপচেষ্টা চালানো হয়েছিল। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের ন্যায়ভিত্তিক, মানবিক ও ইনসাফপূর্ণ সমাজ গঠনের অনুপ্রেরণা। তাদের আদর্শকে ধারণ করেই দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সংস্কৃতি সেক্রেটারি অধ্যাপক আবুল হাসিম রেজা, অফিস সেক্রেটারি নুর-ই আলী আল মামুন এবং যশোর শহর ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

চট্টগ্রাম : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, যেকোনো জাতির অগ্রগতির পেছনে জ্ঞানী ও বুদ্ধিজীবীদের অবদান অনস্বীকার্য। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এদেশের বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। স্বাধীনতার দ্বারপ্রান্তে এসে পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়, যাতে এই জাতি আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।

বিকাল ৪টায় নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামালখানস্থ কার্যালয়ে নগর ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা সঞ্চালনা করেন ফেডারেশনের নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নগর ফেডারেশনের মকবুল আহমদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স. ম. শামীম, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, এবং আইন ও আদালত সম্পাদক সাব্বির আহমদ উসমানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এস এম লুৎফর রহমান বলেন, “শহীদ বুদ্ধিজীবী হত্যাকা-ের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত আজও সম্পন্ন হয়নি। রাজনৈতিক উদ্দেশ্যে একটি বিশেষ মতাদর্শের ওপর এই হত্যাকা-ের দায় চাপানোর চেষ্টা করা হয়েছে। আমরা বিশ্বাস করি, ইতিহাস কখনো চাপা দিয়ে রাখা যায় না। একদিন সত্য উদঘাটিত হবেই।”

আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের নেতৃত্বে আদমদীঘির খাড়ির ব্রিজের পাশে চার শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভ বদ্ধভূমিতে পুষ্পঅর্পন ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক রশিদুল ইসলাম, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী, সহ সেক্রেটারি গোলাম মোস্তাফা, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, অধ্যক্ষ ভারপ্রাপ্ত এনামুল হক, আনসার ভিডিপি অফিসার ফারজানা কাদের সুমি, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, মোসলেম উদ্দিন, মহিউদ্দিন তালুকদার, জামায়াত নেতা মোস্তফা আহমেদ নাইডুসহ স্থানীয় নেতৃবর্গ। অপরদিকে সুদিন বদ্ধভূমিতে সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা পুস্পস্তবক ও মোমবাড়ি প্রজ্জ্বলন করেন। এছাড়া বাদ জোহর উপজেলা মসজিদসহ সকল মসজিদে বিশেষ মুনাজাত ও উপশনালয়ে প্রার্থনা করা হয়।

আদমদীঘি : আজ ১৪ ডিসেম্বর বেদনাবিধুর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, কাবিল উদ্দিন, তহির উদ্দিন, আবেদ আলী, আমজাদ হোসেন, মনসুর রহমান, আব্দুল আলিম, হৃদয় বর্মন, প্রেসক্লাবের সহ সভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সহ সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, মিহির সরকার আনোয়ার হোসাইন, মিজানুর রহমান, মোমিন খান প্রমুখ। সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবিদের সঠিক তালিকা প্রনয়ন করে তাদের রাষ্ট্রীয় সম্মননা দেয়ার দাবি জানানো হয়।

রাজশাহী ব্যুরো : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএর প্রধান কার্যালয়ে এক আলোচনা সভার অয়োজন করে। পুস্পস্তবক ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব)। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিঃ প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, বিএমডিএ সচিব নীলুফা সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান,তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিব্বির আহমেদ, হিসাব নিয়ন্ত্রক রোকনুজ্জামান বিশ্বাস প্রমুখ। এছাড়া বিএমডিএ’র মসজিদে বাদ যোহর শহীদদের আত্মার শান্তির কামনা করে বিশেষ দোয়া করা হয়।

জেলা পরিষদ

যথাযথ মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্যে দিয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করেছে রাজশাহী জেলা পরিষদ। রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) উম্মে ফাতিমা। পুস্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এ. কে. এম আনোয়ার হোসেন, প্রধান সহকারী এস. এম. আল মতিন, উপ সহকারী প্রকৌশলী (অঃদাঃ) মো: আলেফ আলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : নাইক্ষ্যংছড়ি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। এ ছাড়াও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহবুব ইলাহীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আনোয়ারা (চট্টগ্রাম) : উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা এবং আনোয়ারা বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে প্রথমে আনোয়ারা বধ্যভূমি স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া কামনা করা হয়।

এরপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার। আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েদ চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উম্মে খান কাফিসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

কিশোরগঞ্জ : শহর শাখার আমীর আ ম ম আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর, অধ্যাপক মোহাম্মদ রমজান আলী, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল হক, কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোছাদ্দেক ভুঁইয়া,শহর নায়েবে আমীর অধ্যাপক বদরুজ্জামান রুবেল, শহর সেক্রেটারি আ ন ম নয়িম,সহ শহর নেতৃবৃন্দ।

মেহেরপুর : জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর। পুলিশ প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়। পরে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ শহীদ বেদীতে পুষ্পার্গ অর্পণ করেন। পরে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

আত্রাই (নওগাঁ) : উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় আহসানগঞ্জ পুরাতন রেলওয়ে স্টেশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো.আলাউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক।

উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন,যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম , উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান সাগর, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান প্রামানিক, মো. আফিল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

কুমারখালী (কুষ্টিয়া) : উপজেলা পরিষদ হলরুমে ও বিকালে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শহরের আলফালাহ মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন, বাংলাদেশ তাঁত বোর্ড কুমারখালী শাখার এজিএম মেহেদী হাসান, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, দপ্তর সম্পাদক মাসুদ রানা বক্তব্য রাখেন।

জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি সোহরাব উদ্দিন।

উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা সেক্রেটারি কামরুজ্জামান মিয়া এবং পৌর আমীর এ্যাড: রবিউল ইসলাম।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন অর রশীদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা সেক্রেটারি মাওলানা শামসুদ্দিন আহমেদ, বতর্মান সহকারী সেক্রেটারি আবুল আহসান শমসের, মাওলানা আব্দুল হাকিম প্রমূখ।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সির নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক, জেলার সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনার্দী, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

দিবসটি উপলক্ষে বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সাবেক কমান্ডার মোস্তফা কামাল, উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গোমস্তাপুর ইনচার্জ মহাতাব আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অনেকে।

নোয়াখালী : জেলা প্রশাসনের আয়োজনে নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শান্তনু কুমার দাশের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. পপি কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) ইমরান খান, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবীদের স্বজন, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা: উপজেলার বাঁশতলা হকনগর শহীদ স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে চারুকারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য নিয়ে বিজয় মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক মিয়া, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওয়ালি উল্ল্যাহ, ইউপি সদস্য আল আমিন, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক মাসুদ রানা সোহাগসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাংশা রাজবাড়ী ঃ হাবাসপুর বাজারস্থ শহিদ আরশেদ আলীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আসলাম হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে পাংশার এসিল্যান্ড সাদ আহম্মেদ, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ও মৃগী শহীদ দিয়ানত ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান বক্তব্য রাখেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাবাসপুর বাজার জামে মসজিদের পেশ ইমাম মোঃ সোহেল আমিন খান।

শ্রীপুর (মাগুরা) : দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মূহিদ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মোল্লা , বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দারসহ অন্যরা।