গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : গৌরনদী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মাঠ জুড়ে সরিষা ফুলের সমারোহে এ যেন প্রাকৃতিতে হলুদের প্রতিফলিত চারদিক সরিষা ফুলের হেসে ওঠা নীল আকাশের নিচে ফসলের মাঠ জুড়ে সরিষা ফুল। এলাকা ঘুরে দেখা যায়, পড়ন্ত বিকালে সরিষা ফুলগুলো বাতাসে দোল খেতে থাকে ফুলগুলো তাদের কলি ভেদ করে সুবাস ছড়িয়ে দিচ্ছে এ যেন প্রাকৃতির অপার সৌন্দর্য লীলাভূমি।
ফুলের সৌন্দর্য উপভোগ করতে সরিষা মাঠে দেখা যায় শিশু নারী ও অন্য বয়সের বিনোদন প্রেমীরা মাঠে ঘুরে ঘুরে সৌন্দর্য উপভোগ করেন ফুলের সু-বাতাস নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখা যায়।
সরজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও চর অঞ্চলে একক সরিষা ফুলের ক্ষেত ও মিশ্র সরিষা ক্ষেতের মাঠ। এ সমস্ত মাঠে একাধিক কৃষকদের সাথে কথা বলে জানা যায়, প্রতিবিঘা জমিতে ৬ থেকে ৭ হাজার টাকার মত খরচ হয়েছে। মেঘ-বর্ষাসহ কোন দুর্যোগ না হলে সঠিক সময় ফসল তুলতে পারলে বিঘা প্রতি ৮-১০হাজার টাকার মত লাভ হবে। সরিষা ক্ষেতে পরবর্তী ফসলের জন্য তেমন সারের প্রয়োজন হয়না। কার্তিক মাসে সরিষা চাষাবাদ শুরু করে পৌষ-মাঘ মাসের মধ্যেই সরিষা ঘরে তোলা সম্ভব।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সেকেন্দার শেখ জানান, চলতি বছর ৬শ ৪০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। ৭শ ৬৮ মেট্রিক টন সরিষা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। মাঠে যেভাবে সরিষা দেখা যায় চলতি বছর সরিষার ভালো ফলন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।