সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার কালিগঞ্জ ও তালায় দু’জনের ঝুলান্ত লাশ উদ্ধার করা হয়েছে। এদের এজন কালিপদ দাশ (৭৫)। তিনি তালা উপজেলা সদর ইউনিয়নের খাঁনপুর গ্রামের মৃত কিনারাম দাশের ছেলে। অপরজন মাসুরা বেগম (৪২)। তিনি কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালী গ্রামের তিনি স্থানীয় হাবিবুর রহমান ওরফে হবি গাজীর স্ত্রী। কালিপদ দাশের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনউদ্দীন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তিনি কিছুটা অসুস্থ এবং ঋণগ্রস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালী গ্রামে মাসুরা বেগম (৪২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় হাবিবুর রহমান ওরফে হবি গাজীর স্ত্রী এবং দুই সন্তানের জননী।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি নিজ ঘরের বারান্দার গেটে তালাবদ্ধ করে ও ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচ্যানো অবস্থায় মাসুমা বেগমকে ঝুলতে দেখা যায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ ও মানসিক টানাপোড়েন চলছিল। ঘটনার দিন সকালে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি চরম হতাশায় এমন পথ বেছে নেন। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা জানান, আত্মহত্যার পেছনে কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সাতক্ষীরার কালীগঞ্জে এক পরিবারের তিন সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখমের পর অস্ত্রের মুখে জিম্মি করে ৯ ভরি ওজনের সোনার গহনা ও নগদ ২২ হাজার টাকাসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে জখম হওয়া পরিবারের সদস্যদের শনিবার সকালে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালিগঞ্জ উপজেলার রামনগর গ্রামের সীতানাথ কর্মকারের ছেলে মধুসুধন কর্মকার জানান, শুক্রবার রাত ১১টার দিকে খাওয়া দাওয়া শেষে তিনি ও তার স্ত্রী স্বরস্বতী রানী কর্মকার ঘুমিয়ে পড়েন। ভোর রাত ১টার দিকে বারান্দায় গ্রীলের শব্দ শুনে গোয়ালে থাকা গাভীর কোন সমস্যা হচ্ছে মনে করে তিনি ঘরের দরজা খোলেন। এ সময় বারান্দার গেটের তালা ভেঙে ৫ /৬ জন দুর্বৃত্ত ঘরের মধ্যে ঢুকে পড়ে। তাদের মুখে মুখোশ পরা ছিল। এ সময় তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা তার বাম হাতের দুটি স্থানে ছুরি দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এসময় স্ত্রী সরস্বতী তাকে রক্ষায় এগিয়ে এলে তার বাম হাতে লোহার রড দিয়ে আঘাত করে হাড় ভেঙে দেয়া হয়।

একপর্যায়ে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে আমাদেরকে জিম্মি করে শোকেসের তালা ভেঙে ৯ ভরি ওজনের সোনার গহনা ও নগদ ২২ হাজার টাকা নিয়ে চলে যায়।

শার্শা (যশোর) : যশোরের শার্শায় দুই সন্তানের জননী গৃহবধূ (৩৮) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরদিন অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রাম্য সালিস বসিয়ে চালানো হয় অমানবিক নির্যাতন। এ ঘটনায় ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে স্থানীয় মাতব্বররা। এ ধরনের অপরাধের বিচার গ্রাম্য সালিসে করায় স্থানীয় লোকজনের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এমন ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলা উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত কাশিয়াডাঙ্গা গ্রামের আব্দুল গফুরের ছেলে আমজেদ আলী (৪৮) আক্তারের ছেলে আব্দুল্লাহ (১৭) ও টুকুর ঘর জামায় সিরাজ (৪৮) পলাতক রয়েছে। গৃহবধূ বর্তমানে শার্শা থানা পুলিশ হেফাজতে রয়েছে বলে জানাগেছে।

দেওয়ানগঞ্জ (জামালপর)

জামালপুরের বকশিগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মাদারের চরে বিএনপির নাম ভাঙিয়ে নয়া মিয়ার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন প্রভাবশালী টকলু ও রাজ মাহমুদ। টাকা না পেয়ে লাখ টাকার আখ কেটে নিল তারা।

কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল মধ্যপাড়া হানির দোকান এলাকায় জাহেদুল ইসলাম (২৮) নামের এক যুবককে শুক্রবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে এলাকার চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনী।

নিহত জাহেদুল ইসলাম সনমানিয়া বড়কান্দা গ্রামের হারিস মিয়ার ছেলে। তাঁর বাবা হারিছ মিয়া কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী ছিলেন। জাহিদুলের মা রোকেয়া বেগম সনমানিয়া ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার। বড় ভাই আলমগীর হোসেন গাজীপুর বারের আইনজীবী।

গত শুক্রবার সন্ধ্যার দিকে সন্ত্রাসীরা জাহিদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। নিহত জাহেদুল ইসলামের ৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। এ জঘন্য ঘটনায় বাড়িতে চলছে স্ত্রী, শিশু সন্তান, মা ও স্বজনদের আহাজারি। পরিবারের সবাই যেনো বাকরুদ্ধ। গ্রামে চলছে শোকাবহ পরিবেশ। থানায় মামলা হয়েছে।

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লা মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা মামলার ঘটনায় ৬ জনকে আটক করেছে র‌্যাব-১১। আটককৃতরা হলেন, বাঙ্গরা বাজার থানার করইবাড়ী এলাকার মৃত আলী আকবরের ছেলে বাচ্চু মিয়া (৫৫), মৃত ছপি মোল্লার ছেলে রবিউল আউয়াল (৫৫), বাচ্চু মিয়ার ছেলে আতিকুর রহমান (৪২), রবিউল আউয়ালের ছেলে মোঃ বায়েজ মাস্টার (৪৩) এবং হায়দরাবাদ এলাকার মালু মিয়ার ছেলে দুলাল (৪৫) ও দুলাল মিয়ার ছেলে আকাশ (২২)। অপরদিকে বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের পীর কাশিমপুর এলাকা থেকে সবির আহমেদ ও নাজিম উদ্দিন বাবুলকে আটক করে সেনাবাহিনী।

ট্রিপল মার্ডারের ঘটনায় শুক্রবার রাতে নিহত রুবি আক্তারের বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ ৩৮ জনের নামে বাঙ্গরা বাজার থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ২০ থেকে ২৫ জনকে আসামী করা হয়েছে।

সাদুল্লাপুর : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের পারিবারিক ও বসতভিটার বিরোধকে কেন্দ্র করে ভাই ও ভাতিজাদের ছুরিকাঘাতে চাচা রাধানাথ (৫৮) নিহত হয়েছেন। সম্প্রতি দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের রায়পাড়ায় এ ঘটনাটি ঘটে।

নিহত রাধানাথ ওই গ্রামের মৃত কার্ত্তিক চন্দ্র দাসের ছেলে। তার বড় ভাই নৃপেন চন্দ্র দাস ওরফে খলসা ও তার দুই ছেলে শঙ্খরাজ ঠাকুর ও সত্যন্দ্রনাথের সঙ্গে বসতভিটার ভাগাভাগি ও সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

শান্তিগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী।

আরও বক্তব্য রাখেন এসআই মিজান আহমদ, নোবেল আহমদ, তুষার আহমদ ও ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য জুবায়েল আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি সকলের উদ্দেশ্য বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় ও মাদক নির্মূলে নতুন উদ্যমে মাঠে কাজ করবে পুলিশ। আমরা কোনো উচ্ছৃঙ্খলতা প্রশ্রয় দেবো না। গুজবে কান দেওয়া থেকে বিরত থাকতে হবে। তিনি আরও বলেন কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না।