বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, গাজীপুর-এর আয়োজনে নবীন আইনজীবীদের সনদ প্রদান উপলক্ষে এক অনাড়ম্বর নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবীন আইনজীবীদের আন্তরিক শুভেচ্ছা ও দায়িত্বশীল আইন পেশায় উদ্বুদ্ধ করতে এ আয়োজনকে ঘিরে উপস্থিতি ছিল উৎসবমুখর।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় গাজীপুর জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি ও চাকসুর সাবেক ডিপি এ্যাড. মোঃ জসীম উদ্দিন সরকার।

তিনি বলেন, “একজন আইনজীবী শুধু আদালতের পেশাজীবী নন, তিনি সমাজের ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম কাণ্ডারি। আইন পেশায় সততা, সাহস ও জনকল্যাণের চেতনা ছাড়া সফল হওয়া যায় না। নবীনরা আজ থেকে এই মহান দায়িত্ব গ্রহণ করলেন—তাদের মধ্যে থেকেই আগামী দিনের নেতৃত্ব আসবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল, গাজীপুর-এর উপদেষ্টা অধ্যাপক মোঃ জামাল উদ্দিন। তিনি বলেন, “আইনের চর্চা শুধু পেশা নয়, এটি একটি সামাজিক আন্দোলন। সমাজে নৈতিক অবক্ষয়, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়ার অন্যতম হাতিয়ার এই পেশা। নবীন আইনজীবীরা সেই লড়াইয়ে যুক্ত হয়ে গাজীপুরসহ সারা দেশে পরিবর্তনের পথ রচনায় ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ল'ইয়ার্স কাউন্সিল, গাজীপুর-এর উপদেষ্টা মোঃ খায়রুল হাসান, মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি আজহারুল ইসলাম, এ্যাড. সাহজাহান সিরাজী, এ্যাড. মোস্তাফিজুর রহমান কামাল, এ্যাড. ফখর উদ্দিন, মোস্তফা কামাল, আবদুর রহমান, মাহবুবুর রহমান, মনির মোল্লাহ, লুৎফর রহমান, সফিউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, গাজীপুর-এর সভাপতি এ্যাড. মুহাম্মাদ শামসুল হক ভূঁইয়া। তিনি তার বক্তব্যে বলেন, “আমরা নতুন আইনজীবীদেরকে স্বাগত জানাচ্ছি একটি পবিত্র দায়িত্বের পথে। আমরা চাই, তারা নৈতিকতা, পেশাদারিত্ব ও সামাজিক দায়িত্ব পালনে সর্বদা সচেতন থাকবে। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, গাজীপুর সর্বদা নবীনদের পাশে থাকবে।

অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সংগীত, আবৃত্তি ও দলীয় পরিবেশনায় অংশ নেন আইনজীবী সমাজের নবীন ও প্রবীণ সদস্যরা, যা অনুষ্ঠানে আনন্দ ও উৎসবের আবহ তৈরি করে।

অনুষ্ঠানে গাজীপুরের বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, গাজীপুর-এর নেতৃবৃন্দ, সনদপ্রাপ্ত নবীন আইনজীবী এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নবীনদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং তাঁদের নতুন যাত্রার জন্য শুভকামনা জানানো হয়।