মোংলায় যথাযোগ্য মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক আংশীদারিত্বে অগ্রগতি।”
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে এবং বহুমুখী সহযোগিতার মাধ্যমে দেশের অগ্রযাত্রায় তাদের সম্পৃক্ত করতে হবে। তারা আরও উল্লেখ করেন, বর্তমান প্রজন্মের যুবকরা সঠিক দিকনির্দেশনা পেলে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যাদব চন্দ্র রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার এবং মোংলা নাগরিক সংঘের সভাপতি মো. নূর আলম শেখ। অনুষ্ঠানে অতিথিরা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত ৮ জন উদ্যোক্তার হাতে মোট ৮ লাখ ১০ হাজার টাকার ঋণের চেক প্রদান করেন, যা তাদের উদ্যোগ ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।
এছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়, যা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত হবে। দিবসের কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানও চালানো হয়। এতে শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক প্রচার চালানো হয় এবং স্থানীয় বাসিন্দাদের মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে সক্রিয় হতে আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি যুব সমাজকে তাদের সক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে সচেতন করার একটি গুরুত্বপূর্ণ দিন। তারা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং যুবকদের জন্য কর্মসংস্থান, প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।