করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা : সেনাবাহিনী করিমগঞ্জ ক্যাম্পের উদ্যোগে গত শনিবার এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও সিলিং ফ্যান বিতরণ করেছেন। করিমগঞ্জ উপজেলার দেহুন্দা মুন্সি আজিমমুদ্দিন এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র কম্বল ও সিলিং ফ্যান বিতরণ করেন। বাংলাদেশ সেনাবাহিনী করিমগঞ্জ ক্যাম্পের প্রধান কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে এ সকল সামগ্রী বিতরণ করেন। বিতরণকালে এতিমখানার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্হানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র কম্বল ও সিলিং ফ্যান পেয়ে অসহায় এতিম শিক্ষার্থীরা ও শিক্ষকবৃন্দ খুবই খুশি হয়েছেন।

একই দিনে তাড়াইল উপজেলা সদরে সাচাইল এতিমখানায় ও বেলংকা এতিমখানার শিক্ষার্থীদের মাঝে অনুরূপ শীতবস্ত্র কম্বল ও সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।