আলীকদম (বান্দরবান) সংবাদদাতা : পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও পরিবেশ ব্যবস্থাপনার লক্ষ্যে ইউএনডিপি কর্তৃক বাস্তবায়িত ‘বায়োডাইভার্সিটি ইকোসিস্টেম রিস্টোরেশন ফর কমিউনিটি রেসিলিয়েন্স’ (বিইআরসিআর) প্রকল্পের অধীনে গুরুত্বপূর্ণ অংশীজনদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) আলীকদম উপজেলার দামতুয়া ইন হলরূমে আয়োজিত এই কর্মসূচিতে যুক্ত ছিল বিইআরসিআর প্রজেক্ট, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ইআরআরডি-সিএইচটি এবং পার্বত্য জেলা পরিষদ।
প্রশিক্ষণটির মূল বিষয় ছিল “জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণ, ব্যবস্থাপনা ও তদারকির” উপর সংশ্লিষ্ট অংশীজনদের দক্ষতা বৃদ্ধি। এই কার্যক্রমে প্রায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের মূল আলোচনা ও উদ্দেশ্য: মোট সাতটি অধিবেশনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। আলোচনার মূল বিষয়বস্তুগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল: জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণ: জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রশিক্ষণের উদ্দেশ্য, গুরুত্ব ও উপকারিতা এবং সংরক্ষণের চ্যালেঞ্জ ও ব্যবস্থাপনার আইনি কাঠামো নিয়ে আলোচনা। টেকসই জীবিকা: পরিবেশবান্ধব টেকসই কৃষি পদ্ধতি, বীজ এবং বিকল্প জীবিকা, কৃষি-জীববৈচিত্র্য নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে কৃষি-বনবিদ্যা, গৃহস্থালি বাগান, পশুপালন) এবং টেকসই মাছ চাষের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও বন্যপ্রাণী ও পরিবেশ সুরক্ষায় রাজধনেশ (একটি স্থলজ বিলুপ্ত প্রজাতি) সহ অন্যান্য জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব এবং বনজ আইনের ভূমিকা নিয়ে দলীয় কার্যাবলি ও আলোচনা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জলবায়ু পরিবর্তন ও কার্বন ব্যাংক কমিয়ে জলজ, স্থলজ, বায়ুম-ল এবং জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলো নিয়ে বিশদ আলোচনা করা হয়।
এই প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় নতৃবৃন্দ হেডম্যান, কারবারী, জনপ্রতিনিধি, ভিসিএফ নেটওয়ার্ক সদস্য, যুব প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, সমাজে সেবী প্রতিনিধি, জীববৈচিত্র্য সংরক্ষণ দল, ন্যাচার টিম দলের প্রতিনিধি অংশগ্রহণ করেন।
প্রশক্ষিণে রিসোর্স র্পাসন হিসেবে উপস্থতি ছলিনে উপজলো কৃষি অফসিার সোহলে রানা, ভিসিএফ নেটওয়ার্ক জেলা কমিটি সভাপতি জনাব মংনু হেডম্যান এবং ইউএফ-বইিআরসআির, জলো র্কমর্কতা-বইিআরসআির প্রকল্পের জেলা কর্মকর্তা জনাব রামবাদু ত্রিপুরা (স্টিভ)। তারা জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের বিষয়ক ধারণা প্রদান করেন।এই প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য দেন আলীকদম উপজেলা এলভিএমএফ কমিটির সাধারণ সম্পাদক ও হেডম্যান মংক্যনু মার্মা, আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ। এছাড়াও কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা দেন সাবেক ইউপি মেম্বার ইয়াছমিন আক্তার প্রমুখ।