পাবনা সংবাদদাতা : দীর্ঘ ১৬ বছর পর জামায়াতের অফিস পুনরায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, পাবনা জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত পাবনা- ৪ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল। পাবনা পৌর জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হামিদুর রহমান, পাবনা জেলা জামাতের নায়েবে আমীর ও পাবনা-৫ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসেন ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর জামায়াতের সাবেক আমীর অধ্যাপক রাকিব উদ্দিন, পৌর জামাতের সহ সেক্রেটারি এস এম ইদ্রিস,অফিস সম্পাদক আব্দুল আলিম।
বক্তারা দীর্ঘদিনের স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত হয়ে পড়ে। উল্লেখ্য, জামায়াতের এই অফিস ১৯৯৭ সাল ও ২০১০ সালে আওয়ামী ফ্যাসিস্টেরা ব্যাপক ভাঙচুর করে এবং আগুনে পুড়িয়ে দিয়ে বিভিন্নভাবে বাসা থেকে জামায়াত এর অফিস সরিয়ে দিতে বাড়ির মালিক বীর মুক্তিযোদ্ধা কে এম হামিদুর রহমানকে বাধ্য করে। এ সময়ে অফিস কে পুনরায় বাসা বাড়ি করতেও আওয়ামী ফ্যাসিস্টরা বাধ্য করে। বর্তমানে বাড়িটি সংস্কার করে পুনরায় অফিস উপযোগী করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। জামায়াতের নেতাকর্মীরা পুনরায় অফিস উদ্বোধন করতে পেরে উচ্ছ্বসিত।
প্রধান অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন আজকের এই উদ্বোধিত অফিস বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা কাজে সহায়ক ভূমিকা পালন করবে ইনশাল্লাহ।