নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনায় ভাবিকে গলা কেটে হত্যার দায়ে মো. রাসেল মিয়া (২৮) নামে যুবককে মত্যুদণ্ডের আদেশ ও ৫০ হাজার টাকা অর্থদ- দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: হাফিজুর রহমান আসামীর উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন ।

মৃত্যুদ-প্রাপ্ত মো. রাসেল মিয়া নেত্রকোনার পূর্বধলা উপজলার পশ্চিমপাড়া গ্রামের মো.আলাল উদ্দিননের ছেলে। হত্যাকা-ের শিকার লিপি আক্তার জারিয়া গ্রামের আফতাব উদ্দিন সরকারর মেয়ে।

আদালত সূত্র জানা যায়, আসামী রাসেল মিয়া নিহত লিপি আক্তারর স্বামীর চাচাতো ভাই হয়। তারা একই বাড়িতে পাশাপাশি ঘর বসবাস করতেন। নিহত লিপি আক্তারর স্বামী মো:. আজিজুল ইসলাম বিজিবিতে চাকুরী করার সুবাদে পঞ্চগড় বসবাস করতেন।

নিহতর স্বামী বাড়িতে না থাকার সুবাদে আসামী রাসেল মিয়া ভাবি লিপি আক্তারকে বাড়িতে এবং রাস্তাঘাট সুযোগ পেলেই প্রেম নিবেদন করত ও কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল।