যশোর শহরের বকুলতলায় ঐতিহাসিক ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (১৩ জুলাই) সকাল থেকে যশোরের বকুলতলা স্থানে স্মৃতিসৌধ নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল হোসেন জানিয়েছেন, স্মৃতিসৌধ নির্মাণের পাশাপাশি আশপাশের প্রাচীর অপসারণ করে রাস্তার সাথে সংযুক্ত করা হবে, যাতে যানজট নিরসনে সুবিধা হয়।

জুলাই শহীদ স্মৃতিসৌধ’ প্রকল্পের বিস্তারিত তুলে ধরে যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে স্মৃতিসৌধ নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পের জন্য ১৪ লাখ টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। স্মৃতিসৌধটির উচ্চতা হবে ১৮ ফুট এবং প্রস্থ ৬ ফুট।

তিনি আরও জানান, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের সময় জনতার মুখে মুখে উচ্চারিত সাহসী ও উদ্দীপনামূলক স্লোগানগুলো স্মৃতিসৌধের বিভিন্ন অংশে স্থায়ীভাবে খোদাই করা হবে। এই স্লোগানগুলোর মধ্য দিয়েই ভবিষ্যৎ প্রজন্ম আন্দোলনের চেতনা, প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা স্মরণ করবে।

সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ স্মৃতিসৌধ নির্মাণকাজের উদ্বোধন করা হবে। আশা করা হচ্ছে, নির্মাণ শেষে এটি যশোরবাসীর জন্য ঐতিহাসিক এক প্রতীক হয়ে উঠবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই আন্দোলনের সময় উত্তেজিত জনতা বঙ্গবন্ধু ম্যুরালটির কিছু অংশ ভেঙে ফেলে। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার চালিয়ে বাকি অংশ অপসারণ করা হয়।

এবার সেখানে নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ — যা এ অঞ্চলের আন্দোলন-সংগ্রামের ইতিহাস ও জনতার প্রতিবাদের অনন্য সাক্ষ্য হয়ে থাকবে।