ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এতে অবৈধ উপায়ে আনা ১৫৫টি গরু- মহিষ জব্দ এবং একটি খাবার হোটেলকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৬ মে বিকাল তিনটায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঈদগাঁও গরুর বাজার সংলগ্ন আড়তে প্রথমে অভিযান চালানো হয়। যা পরিচালনা করেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সোলতানা। তিনি জব্দকৃত পশু গুলো ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিমের জিম্মায় দেন। জব্দকৃত পশুর মধ্যে ১৬ টি মহিষ এবং বাকিগুলো গরু বলে জানা গেছে।
সহকারি কমিশনার (ভূমি) জানান, গরুর বাজার সংলগ্ন যে কয়েকটি আড়ত রয়েছে তা গরুর বাজারের নির্ধারিত আওতার অন্তর্ভুক্ত নয়। তাছাড়া যে পশুগুলো এসব আড়তে স্টক রাখা হয়েছে তার কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাই সেগুলোকে জব্দ করে লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে।
এ অভিযানের পরপর সহকারি কমিশনার (ভূমি) ঈদগাঁও বাজারের তিনটি খাবার হোটেল তদারকি অভিযানে যান। এ সময় এশিয়ান রেস্টুরেন্টের তৃতীয় তলায় রান্নাঘরে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং ফ্রিজে বাসি খাবার রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। হোটেলটি যৌথভাবে পরিচালনা করছেন আরাফাতুর রহমানসহ অন্যান্যরা। এছাড়া পুবাণী হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং হোটেল নিউ স্টারে অভিযান চালালেও কোন ধরনের জরিমানা করা হয়নি। তবে তাদেরকে সতর্ক করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সোলতানা।
গরুর বাজারের আড়তে অভিযান কালে আরো উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম, ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল জব্বার, কক্সবাজার সদর উপজেলা ও ঈদগাঁও উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর জহর লাল পাল সহ সংশ্লিষ্টরা।