প্রায় ৪শত বছরের পুরোনো ভবনের ছাঁদ ধ্বংসে আক্তার বানু নামে ষাটোর্ধ এক নারী আহত হয়েছে। রবিবার (৫ জানুয়ারী) মধ্যরাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়েনের বিশেষ খানা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। আহত নারীকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

ঘটনাস্থলে গেলে আহত নারীর ভাতিজা নয়ন জানান, রাতে ভবন ধ্বংসের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুঁটে আসেন। পরে তারা তাদের আহত চাচিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহত নারী ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

আহত নারীর নাতি আরাফাত জানায়, রাতের খাবার শেষে রাত প্রায় ১২ টার দিকে তারা শুয়ে পড়েন। হঠাৎ তাদের বসবাস করা ভবনে থাকা লোহা বা রড খুলে নিতে আসা চোরের উপস্থিতি টের পায়। চোর ধরতে বাইরে বের হোন। পরে চোর ধরতে ব্যর্থ হয়ে এসে পুনরায় শুয়ে পরেন। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তারা শুয়ে পরার কিছুক্ষণ পরেই দোতলার ছাঁদ ধ্বংসে পরে। এতে তার দাদি আক্তার বানু মারাত্মক আহত হয়।