জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে (সদর ও মহানগর) জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- আমরা সকলেই আল্লাহর শ্রমিক। আর শ্রমিকরা আল্লাহর বন্ধু এবং প্রিয়। বিশ^নবী (সাঃ) শ্রমিকদের পাওনা শরীরের ঘাম শুকানোর আগেই পরিশোধের তাগিদ দিয়েছেন। শ্রমিকগণ তাদের মেধা, শ্রম ও ঘাম দিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। কিন্তুু এরপরও শ্রমিকরা আজ সর্বত্র লাঞ্চিত-বঞ্চিত। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ ও ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমজীবি মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হবেনা। তাই শ্রমজীবী মানুষদেরকে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হতে হবে।

তিনি গতকাল শনিবার সিলেট নগরীর টুকেরবাজার এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের আওতাধিন জালালাবাদ থানার ৩৯নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ আয়োজিত সীরাত মাহফিল ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, শ্রমিকরা আমাদেরই স্বজন, আমাদেরই আপনজন। মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন ও নবীজি (সাঃ) এর সুন্নতের আলোকে জীবন পরিচালনা করলে সকল ক্ষেত্রেই সফলতা আসবে। রাসুল (সাঃ) এর সীরাত অনুযায়ী শ্রমিকরা চলতে পারলে সমাজের আমুল পরিবর্তন সম্ভব হবে।

৩৯নং ওয়ার্ড শ্রমিক কল্যাণের সভাপতি শ্রমিক নেতা রুহুল আমীন জগলুর সভাপতিত্বে ও সেক্রেটারী ইঞ্জিনিয়ার শাফি চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারি মাওলানা মতিউর রহমান, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সিলেট সদর থানা জামায়াতের আমীর নাজির উদ্দিন ও ৮নং কান্দিগাও ইউনিয়ন চেয়ারম্যান মনাফ মিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জালালাবাদ থানা শ্রমিক কল্যাণের সেক্রেটারী এখলাছুর রহমান আবিদ, জামায়াত নেতা পারভেজ আহমদ, শ্রমিক নেতা ইসলাম উদ্দিন, মুরাদ মিয়া, মাষ্টার আব্দুল হান্নান, ব্যাংকার মনিরুজ্জামান রাসেল, ৮নং ওয়ার্ড শ্রমিক কল্যাণের সভাপতি হাফিজ আশরাফুল আলম ফাহাদ, ৩৮নং ওয়ার্ড সভাপতি জিতু মুন্না ও মাওলানা তাসনীম আলম যায়েদ প্রমুখ।