ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ২০২৪ সালের ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষ রোপণ ও পোস্টার প্রদর্শনী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) “রিমেম্বারিং জুলাই হিরোজ” শিরোনামে র‍্যালির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন ডুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবদীন। তার সঙ্গে অংশগ্রহণ করেন উপ-ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

র‍্যালি শেষে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবদীন ডুয়েট ক্যাম্পাসের কদরী জামে মসজিদ সংলগ্ন এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সামনে ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে প্রদর্শিত হয় সেই ঐতিহাসিক আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণমানুষের ভূমিকার নানান দিক।