নড়াইল সংবাদদাতা : নড়াইল সদর উপজেলায় দাড়ার খাল মাইক্রো ওয়াটারশেড পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সকালে সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় উপজেলার বিছালী ইউনিয়নের বনখলিশাখালী এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা 'সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া' এবং সহযোগী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
দাড়ার খাল মাইক্রো ওয়াটারশেড কমিটির সভাপতি রাজ কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান। অনুষ্ঠানে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ম্যানেজার কৃষিবিদ ডক্টর নাজমুন নাহার প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমের উপর আলোচনা করেন।