গাজীপুরের কালীগঞ্জে গরু চুরির সন্দেহে উত্তেজিত জনতার গণপিটুনিতে শান্ত (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সম্প্রতি কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শান্ত নরসিংদীর মাধবদী উপজেলার বালুচর এলাকার মৃত জাকির হোসেনের ছেলে।

আহতরা হলেন কালীগঞ্জের বড়হরা (বড্ডা) এলাকার মৃত হাফিজুল্লাহর ছেলে রিফাত (১৯), বক্তারপুর ইউনিয়নের ভাটিরা এলাকার মৃত ইসমাইলের ছেলে রুবেল (২৮) ও তুমুলিয়া ইউনিয়নের বান্দাখোলা এলাকার আবদুল্লাহ (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ভোররাতে রামচন্দ্রপুর গ্রামের কৃষক শামসুদ্দিন মোল্লার গোয়ালঘরে চোরের দল হানা দেয়। ঘরে ঘুমন্ত শামসুদ্দিন মোল্লা চোরদের উপস্থিতি টের পেয়ে চিৎকার করেন। তার চিৎকারে আশপাশের লোকজন জেগে ওঠে এবং মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। স্থানীয়রা দলবদ্ধ হয়ে চোরদের ধাওয়া করে।

একপর্যায়ে চোর চক্রের চারজনকে ধরে ফেলেন তারা। এরপর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই শান্ত নামে একজন প্রাণ হারান। খবর পেয়ে সকাল সাড়ে ৭টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় রেফার করা হয়।

নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।