ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ, যশোর শাখার সার্বিক শিক্ষার মান ও পাঠদানের পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে ক্লাসরুম পরিদর্শন করেছেন যশোর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আবু ফয়সাল। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (সচিব) গাউছুল আজম এবং পরিচালক এম এ আর মশিউর।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত এ পরিদর্শনে তাঁরা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে প্রবেশ করে পাঠদানের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে শিক্ষকরা নিয়মিত পাঠদান করাচ্ছেন কিনা, পাঠদানের মান কেমন এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণ কতটা সক্রিয় এসব বিষয় সরাসরি যাচাই করা হয়।
চেয়ারম্যান আবু ফয়সাল ও তাঁর সফরসঙ্গীরা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের কাছ থেকে পাঠদান, শিক্ষক আচরণ ও শিক্ষা পরিবেশ সম্পর্কে মতামত নেন। শিক্ষার্থীরা বই পেয়েছে কিনা, পাঠ্যবই বুঝে পড়ানো হচ্ছে কিনা এবং শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করছেন কিনা এসব বিষয়ে খোঁজখবর নেওয়া হয়।
এ সময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীদের পরিচয় যাচাই শেষে শিক্ষকদের আইডি সংক্রান্ত বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি, শৃঙ্খলা ও বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন পরিদর্শন টিম।
পরিদর্শন শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় চেয়ারম্যান আবু ফয়সাল বলেন, “শিক্ষার মান উন্নয়নে নিয়মিত তদারকি অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।” তিনি শিক্ষকগণকে আরও আন্তরিকতা ও যত্নের সঙ্গে পাঠদান চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
পরিচালক (সচিব) গাউছুল আজম বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরিচালক এম এ আর মশিউর শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে ভালো ব্যবহার ও বন্ধুত্বপূর্ণ আচরণ শিক্ষার পরিবেশকে আরও ইতিবাচক করে তোলে। তিনি শিক্ষার্থীদের বই, শিক্ষা উপকরণ ও সহায়ক সুবিধা সময়মতো নিশ্চিত করার ওপর জোর দেন।
পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এমন তদারকিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের নিয়মিত পরিদর্শন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।