নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটে মোহাম্মদ এরশাদ নামে এক দুবাই প্রবাসীর নিকট ২০লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলার পেরিয়া ইউনিয়নের আশারকোটা গ্রামের বাগান বাড়িতে ওই প্রবাসী বাড়ি নির্মাণ কাজ শুরু করলে এ চাঁদা দাবির ঘটনা ঘটে। ভূক্তভোগী এরশাদ ওই গ্রামের মরহুম নূরুল হকের ছেলে। চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ সাদ্দামের বড় ভাই নজির আহম্মেদ ও আবু ইউসুফের দাবি তাদের ছোট ভাই স্থানীয় কিছু দুষ্কৃতিকারীর প্ররোচনায় নিজের আপন ভাইয়ের কাছে এ চাঁদা দাবির ঘটনা ঘটিয়েছে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় প্রকাশ্যে ওই প্রবাসীর নির্মাণাধীন বাড়ির বাউন্ডারি ওয়ালের পিলার ভেঙ্গে ফেলে অভিযুক্ত সাদ্দাম। এসময় ভাংচুরের ভিডিও মোবাইল ফোনে ধারণ করায় ক্ষিপ্ত হয়ে ফোনটি কেড়ে নিয়ে এরশাদকে মারপিট করে সাদ্দাম। সাদ্দামের হাত থেকে এরশাদকে বাঁচাতে তার স্ত্রী দিলরুবা আক্তার সুমি ও বড় ভাই নজির আহম্মেদ এগিয়ে আসলে সাদ্দাম সবাইকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে এবং এরশাদের স্ত্রীর গলা থেকে দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় সোমবার নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভূক্তভোগী প্রবাসী এরশাদ।