গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন মাঝুখান পশ্চিম পাড়া এলাকার ‘ফাগুনী’ ভবনের দ্বিতীয় তলার একটি দরজাবদ্ধ কক্ষ থেকে শাহানা বেগম (৫৭) নামে এক প্রধান শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

কয়েক দিন ধরে তার কোনো সাড়া–শব্দ না পেয়ে বাড়ির মালিক ও প্রতিবেশীরা থানায় খবর দিলে শনিবার সকাল ১০টার দিকে পুলিশ দরজা ভেঙে লাশটি উদ্ধার করে।

নিহত শাহানা বেগম কালীগঞ্জ উপজেলার ভাটিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তার স্থায়ী ঠিকানা ঢাকার রামপুরা থানার বনশ্রী এলাকায়। তিনি আবদুল কাদের খানের স্ত্রী। শিক্ষকতার সুবিধার্থে প্রায় চার বছর ধরে তিনি মাঝুখান এলাকায় সাইফুল ইসলামের বহুতল ভবনের ওই ফ্ল্যাটে একাই ভাড়া থাকতেন।

নিহতের ছেলে তাওসিফ আহমেদ খান জানান, তার মা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং হার্টে রিং বসানো ছিল। গত ৩ থেকে ৪ দিন ধরে তাকে ঘর থেকে বের হতে না দেখে এবং ডাকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। পরে তারা বিষয়টি থানায় জানালে পুলিশ এসে দরজা ভেঙে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।

পুবাইল থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন বলেন, “শিক্ষিকার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করছি, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ৩ থেকে ৪ দিন আগে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাবে।”

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরাও গভীর শোক ও বেদনার মধ্যে রয়েছেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে কোনো অপরাধের আলামত পাওয়া যায়নি, তবে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।