ফরিদপুরের বোয়ালমারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও গুণি শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

'শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার চার গুণি শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়।

সম্মাননাপ্রাপ্ত চার গুণি শিক্ষক হলেন- আল হাসান মহিলা মাদ্রাসার ইংরেজি শিক্ষক তহমিনা খানম, খরসূতি চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, বাহিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডলি রানী পাল ও রূপাপাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মনিরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও তানভীর হাসান চৌধুরী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, 'আমাদের অনেক দূর যেতে হবে। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা অনেক দূর এগিয়ে যাবে। জেনেশুনে আপনারা দায়িত্ব নিয়েছেন, এ দায়িত্ব পালন করতে হবে। আপনারা চেষ্টা করবেন। শিক্ষকদের টিকটক দেখলে হবে না। নরমাল জিনিসকে কীভাবে ইন্টারেস্টিং করে শেখানো যায় এটা শেখেন। ফিজিক্স, কেমেস্ট্রি কীভাবে শেখানো যায় এটা (ইউটিউব দেখে) শেখেন।'

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দীনের সভাপতিত্বে এবং এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ওবায়দুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাদিরদী কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান মোল্যা, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. হোসনে আরা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবু আহাদ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আয়েশা খাতুন, বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আ. আজিজ মোল্যা, হাটখোলারচর মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আবু জাফর সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানে একই গেঞ্জি ও ক্যাপ পরিহিত উপজেলার বিভিন্ন কলেজ ও বিদ্যালয় প্রধানগণসহ প্রায় দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।