সাঁথিয়া, পাবনা সংবাদদাতা : সাঁথিয়া-বেড়া উন্নয়ন ফোরামের উদ্যোগে গতকাল শুক্রবার “জুলাই যোদ্ধাদের ভাবনায় ৬৮ পাবনা-১ আসন” শীর্ষক আলোচনা সভা, সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে শহীদ পরিবার, জুলাই যোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যবৃন্দÍশহীদ জুলকার নাইন, শহীদ আব্দুল হান্নান ও শহীদ খোকন সরদারের গর্বিত পরিবারের সদস্যরা। তাদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও আবেগঘন করে তোলে। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও ৬৮ পাবনা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি বলেন,“জুলাইয়ের শহীদরা গণমানুষের অধিকার ও ন্যায়বিচারের জন্য আত্মদান করেছেন। তাদের স্বপ্ন পূরণ না হলে এ আত্মত্যাগ পূর্ণতা পাবে না। আমাদের প্রত্যেককে সেই দায়িত্ব গ্রহণ করতে হবে।” তিনি শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে গণঅভ্যুত্থানের ইতিহাস জানার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাঁথিয়া-বেড়া উন্নয়ন ফোরামের উপদেষ্টা সৈয়দ নাজমুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন জুলাই যোদ্ধারা। তারা শহীদদের স্বপ্ন ও ত্যাগের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের যথাযথ বিচার করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জানানো হয় এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে।