আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার আমতলীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক ও অপরাধ দমনে পরিচালিত ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে আ.লীগ ও এর সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মীদের গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।
গত বুধবার (১৭ ডিসেম্বর) দিনভর ও রাতের অভিযানে তাদের উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
‘ডেভিল হান্ট ফেজ-২’ গ্রেফতারকৃতরা হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার ০১ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন ফকির (২৮) গুলিশাখালি ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার ও চাওড়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মোঃ তাজ উদ্দীন পান্নু হাওলাদারকে।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃতরা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মৃত মকবুল মন্ডলের ছেলে ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ওরফে রফিক ঘাটেল (৫৫), শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের মজলিম মন্ডলের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সম্পাদক হারুন অর রশিদ (৪৩), রহনপুর পৌরসভার মৃত গোলাম মোস্তফার ছেলে ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান (৩৩), নাচোল উপজেলার আঝাইর গ্রামের মৃত সাহেবজানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ওবাইদুর রহমান (৩৮) এবং ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের বজারটেক এলাকার খান মোহাম্মদের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবিরুল ইসলাম (৪৮) ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি নাহিদ শিকদার (৩৬)।
শার্শা (যশোর) : যশোরের শার্শা উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সন্ত্রাসীদের গড ফাদার আকুল হোসেনকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশের একটি দল। বুধবার রাতে ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের রায়পাড়া এলাকায় তার শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে আকুলকে আটক করা হয়। আকুল হোসেন যশোরের শার্শা উপজেলার ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
আটক শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেন বিরুদ্ধে বিগত আওয়ামী লীগের আমলে অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অপহরণ করে মুক্তিপণআদায়, জোর করে অন্যের জমি দখল, ছিনতাই, সন্ত্রাসী, সহ একাধিক অপকর্মের অভিযোগ রয়েছে। ছাত্রলীগ নেতা আকুরের ক্ষমতার দাপটে তার ছোট ভাই মুকুল হোসেন ও বাবা নজরুল ইসলাম জোর করে ঘিবা গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে কয়েক শত বিঘা জমি দখল করে নেওয়ার অভিযোগ রয়েছে।
মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় ডেভিল হান্ট ফেইজ ২ অভিযান করে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আমীর হোসেন সহ-সাধারণ সম্পাদক, বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগ, চন্দন কুর্মী সহ-সভাপতি, ইসলামপুর ইউনিয়ন যুবলীগ, কমলগঞ্জ, ইমন আহমেদ কুলাউড়া ছাত্রলীগ কর্মী, তাহসিন হাসান বিজয় Ñ কুলাউড়া ছাত্রলীগ কর্মী, সমাইল হোসেন রাজন শ্রীমঙ্গল আওয়ামী লীগের কর্মী, অশোক দেববর্মা শ্রীমঙ্গল আওয়ামী লীগ কর্মী, রিপন মিয়া ফুলতলা ইউনিয়ন যুবলীগ কর্মী, জুড়ী।