সৈয়দকাঠি ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ হত্যাকাণ্ডে ষড়যন্ত্রমূলকভাবে জামায়াতের ইউনিয়ন আমীর ও স্থানীয় ইমামসহ নিরপরাধ ব্যক্তিদের মামলায় ফাঁসানোর প্রতিবাদে সম্প্রতি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বানারীপাড়া উপজেলা শাখা। সম্প্রতি বানারীপাড়া বন্দর ফেরিঘাট সংলগ্ন ভেরিবাঁধ সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজম খান।
উপজেলা আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাতের সভাপতিত্বে এবং পৌর আমীর কাওসার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা আমীর মাওলানা মো. শিহাব উদ্দিন, উপজেলা সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, মজলিসে মুফাসসিরিন সভাপতি মাওলানা আতিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মাস্টার আব্দুল মান্নান বলেন, “একটি চক্র রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে নিরপরাধ জামায়াত নেতাদের ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় জড়িয়েছে। এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে।”