ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জে সোনালী ব্যাংক শাখার ভেতরেই অভিনব কৌশলে এক ব্যবসায়ীর নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার চাপালী কুটিপাড়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী কামাল হোসেন (৫৫) বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ সোনালী ব্যাংক শাখা-২ থেকে ৪ লাখ টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর ক্যাশ কাউন্টারের পাশে দাঁড়িয়ে তিনি টাকা গণনা করছিলেন। এ সময় বাকি টাকা একটি ছোট হ্যান্ড ব্যাগে রাখেন তিনি।
একপর্যায়ে তিনি লক্ষ্য করেন, তার ব্যাগটি কাটা এবং ভেতরে রাখা ২ লাখ ৫০ হাজার টাকা নিখোঁজ। পরে ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, অজ্ঞাত পরিচয়ের তিনজন ব্যক্তি কৌশলে তার পাশে অবস্থান নেয়। এ সময় তারা ব্যাগের ওপর একটি ফাইল রেখে ব্যাগ কেটে ভেতর থেকে টাকা চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী কামাল হোসেন জানান, ঘটনার পরপরই ব্যাংকের ভেতরে ও আশপাশে অনেক খোঁজাখুঁজি করা হলেও চোর কিংবা টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। পরে পারিবারিক ও স্থানীয়ভাবে আলোচনা শেষে আইনি সহায়তার জন্য তিনি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।