যশোর সংবাদদাতা : যশোরে ডিবির অভিযানে বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গত ২৭ আগস্ট সদর উপজেলার চাঁচড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের ফরহাদ হোসেন (৩২) ও সাকিব হোসেন (১৯)। ডিবি যশোরের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান চাঁচড়া টু পালবাড়িগামী সড়কে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির চালকের আসনের নিচ থেকে কস্টটেপ মোড়ানো অবস্থায় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে বেনাপোল সীমান্ত এলাকা থেকে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে সরবরাহের কথা স্বীকার করেছে। এ ঘটনায় ডিবির এসআই শেখ আবু হাসান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরার শ্যামনগরে সুদের টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে আহত মুজিবর গাজীর (৬২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুজিবর গাজী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকার মৃত আহাদ আলী গাজীর ছেলে।

জানা গেছে, সুদের টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে গত ২৪ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সোনার মোড় মৎস্য আড়ৎ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা বলেন, সংঘর্ষে ঘটনায় সোমবার রাতে আলাউদ্দিন ও সুশান্ত সরকার নামের দুইজন বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

বাগাতিপাড়ায় (নাটোর)

নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে।

সম্প্রতি গোপন সূত্রের মাধ্যমে বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যলয়ের উপপরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে নুরপুর মালঞ্চি এলাকার আবুল কালামের ছেলে আকাশ(২৪) ও একই এলাকার নুপুর চকপাড়ার মৃত তৌহিদের ছেলে সোহেল রানা (৩৫) কে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে আটক করেন।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিষ প্রয়োগ করে শতাধিক কবুতর ও মুরগি হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা কাঁঠাল মাদ্রাসা মোড়ে অবস্থিত আব্দুল বাশিরের চাতালে। সম্প্রতি উক্ত চাতালে বেশ কিছু মৃত কবুতর ও মুরগি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

স্থানীয় অভিযোগকারী মিনহাজুল জানান, ওই চাতালে ধান ব্যবসায়ী আলমগীর ধানের সঙ্গে বিষ মিশিয়ে ছিটিয়ে রাখেন। সেই ধান খেয়ে তার ১৫ থেকে ২০টি মুরগি মারা গেছে। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।

চুয়াডাঙ্গা

মাত্র দেড় কাঠা জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে চুয়াডাঙ্গায় চাচাতো ভাইদের হামলায় আল মিরাজ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। সম্প্রতি ভালাইপুর মোড়ের অদূরে পোলের মাঠে এ ঘটনা ঘটে।

এ সময় নিহতের বাবা তৈয়ব আলী (৪০) গুরুতর জখম হন। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার পরপরই চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ অভিযুক্ত হাসান আলী বাবু (৪৩) ও রাজীব হাসান রাজুকে (৩২)কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে।

মিরসরাই (চট্টগ্রাম)

চট্টগ্রামের জোরারগঞ্জে ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সম্প্রতি উপজেলার জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের আব্দুল হাকিম মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটেছে। এই সময় ডাকাত দল স্বর্ণের প্রায় ৭ ভরি গহনা, নগদ ৩০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ওই ঘরের বাসিন্দারা।

কুয়েত প্রাবাসী হেলাল উদ্দিনের ভাই আরমান জানান, সোমবার রাত ৩টার দিকে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ১০/১২ সদস্যের একটি ডাকাত দল। ঘরে প্রবেশ করেই সদস্যদের ছুরি দেখিয়ে হাত পা বেঁধে ফেলে। মুখে কালো মুখোশ ও হাফপ্যান্ট পরা ডাকাতদের হাতে রিভলবার, চাপাতি এবং বিভিন্ন দেশি অস্ত্র ছিল।

আরমান জানান, তার বোন ও ভাবির প্রায় ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে গেছে ডাকাত দল। সকালে প্রতিবেশীরা জিম্মিদের উদ্ধার করে।

বড়াইগ্রাম (নাটোর)

বড়াইগ্রামে নিখোঁজের ২০ ঘণ্টা পর পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় আদম আলী (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। আদম আলী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ পঁচার ছেলে।

নিহতের নিকটাত্মীয় মহিদুল আলম জানান, দুই বছর আগে স্ট্রোকের শিকার হয়ে তার বাম পা ও বাম হাত কিছুটা অকেজো হয়ে যায়। সোমবার সকালে ধানের জমিতে কর্মরত শ্রমিকদের সাথে দেখা করার উদ্দেশ্যে তিনি বের হন। কিন্তু দীর্ঘ সময় পরেও তিনি জমিতে যাননি। পরে বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে পুকুরের পানিতে তার হাতের লাঠি ভেসে থাকতে দেখা যায়। পরে বনপাড়া ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের ২টি টিম সন্ধ্যা পর্যন্ত তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। মঙ্গলবার রাজশাহী থেকে ডুবুরি দল এসে ঘন্টা খানেকের প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করে।

জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জমিতে যাওয়ার সময় পিছলে পুকুরের পানিতে পড়ে তিনি মারা গেছেন বলেই স্বজনদের ধারণা।