পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক বা অতিরিক্ত ডিআইজি হলেন পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে চার কর্মকর্তাকে নতুন পদের যোগদানপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠাতে বলা হয়েছে।

পদোন্নতি পাওয়া চার পুলিশ কর্মকর্তা হলেন, অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মো. শাহরিয়ার, এসবির পুলিশ সুপার মোহাম্মদ আবদুল কাদের, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ তালুকদার ও পুলিশ অধিদপ্তরের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মো. জান্নাতুল হাসান।