বাঘা (রাজশাহী) সংবাদদাতা : আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজশাহীর বাঘায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলা সদরের তেঁতুল তলায় বাঘা যুব বিভাগের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতের রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা, উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন নুহু, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, যুব বিভাগের বাঘা উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, যুব সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা সম্ভব। আজকের যুব সমাজই জাতির আগামী দিনের ভবিষ্যৎ। যুগে যুগে যুবকরাই ইতিহাস সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাদের প্রচেষ্টায় স্রোতের গতিধারাও পরিবর্তন হয়ে যায়। জাতির এই ক্রান্তিকালে যুব সমাজকে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই, বরং সত্যের পতাকা উড্ডয়ন ও আমাদের কাক্সিক্ষত স্বপ্ন বাস্তবায়নের জন্য নতুন করে শপথ গ্রহণ করতে হবে।