মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরে মাটি বাঁচাও পরিবেশ বাঁচাও এর উদ্যোগে গতকাল পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের আয়োজনে গতকাল সকাল ১১ টার সময় উপজেলা কৃষির চক্র থেকে মেহেরপুর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে গেছে শেষ হয়। পথসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক ঐক্য ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহিদুর হাসান, মেহেরপুর কৃষক ঐক্য ফাউন্ডেশন সভাপতি সাইদুর রহমান শাহিন সহ মেহেরপুর জেলার জেলার বিভিন্ন জৈব সার কারখানার উদ্যোক্তা, কৃষক, ও কৃষক ঐক্য ফাউন্ডেশন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।