বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) সংসদীয় আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এরমধ্যে বড়লেখা উপজেলায় ছয়জন এবং জুড়ী উপজেলায় একজন সংসদ সদস্যপ্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

সোমবার (২৯ ডিসেম্বর) পৃথকভাবে প্রার্থীরা সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেনÑ বিএনপির নাসির উদ্দিন আহমদ মিঠু, জামায়াতের মাওলানা আমিনুল ইসলাম, জামায়াতের শরিক দল খেলাফত মজলিসের লোকমান আহমদ, জাতীয় পার্টির আহমদ রিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ, গণঅধিকার পরিষদের মো. আব্দুন নূর তালুকদার ও গণফ্রন্টের মো. শরিফুল ইসলাম।

শ্রীপুর (মাগুরা) : মাগুরার ২টি সংসদীয় আসনে মোট ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, মাগুরা-১ আসন থেকে ১০ জন এবং মাগুরা-২ আসন থেকে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

মাগুরা-১ আসনে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেনÑ বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান, জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মতিন, গণঅধিকার পরিষদের প্রার্থী ডা. খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. নাজিরুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী শম্পা বসু, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল হোসেন, জাতীয় পার্টির প্রার্থী মো. জাকির হোসেন মোল্লা, খেলাফত মজলিসের প্রার্থী মো. ফয়জুল ইসলাম, গণফোরামের প্রার্থী মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া। অন্যদিকে মাগুরা-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন—বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মুশতারশেদ বিল্লাহ বাকের, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তফা কামাল, জাতীয় পার্টির প্রার্থী মশিয়ার রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন।

উল্লেখ্য, এর আগে মাগুরা-১ আসন থেকে ১১ জন এবং মাগুরা-২ আসন থেকে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী গাইবান্ধা জেলার নায়েবে আমীর অধ্যাপক মাজিদুর রহমান সহ ৯ জন মনোনয়নপত্র জমা দেন। গত রোববারে বিকালে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান তুলির হাতে মনোনয়নপত্র জমা দেন। এসময় উপজেলা ভূমি কর্মকর্তা মাহমুদুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াতের উপজেলা আমীর শহিদুল ইসলাম ও উপজেলা সেক্রেটারি সামিউল ইসলাম সঙ্গে ছিলেন। সোমবার জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, মোছা: সালমা আক্তার (স্বতন্ত্র), মো: মোস্তফা মহসিন সরদার (স্বতন্ত্র) মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে গাইবান্ধায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম মোঃ আলী (বিএনপি), মোঃ শরিফুল ইসলাম (এলডিপি), মোহাম্মদ মাহফুজুল হক সরদার (জাতীয় পার্টি, আরএ), মোঃ রমজান আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. কওছর আজম হান্নু (আমজনতা দল)। ঘোষিত তফসিল মোতাবেক ২৯ ডিসেম্বর সোমবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। বাছাই ৪ জানুয়ারি, আপিল ১১ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি এবং ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি ।

মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ আঃ জলিল শরীফ, জাতীয়তাবাদী দল বিএনপির মোঃ রুহুল আমিন দুলাল, এনসিপি ড. শামীম হামিদী, জাসদের মোঃ করিম সিকদার, স্বতন্ত্র মোঃ তৌহিদুজ্জামান।

ফটিকছড়ি : চট্টগ্রাম-০২ ফটিকছড়ি আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

২৮ ডিসেম্বর রোববার চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসারের নিকট প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র জমা দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আসন পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনুছ, এডভোকেট মোহাম্মদ ইসমাঈল গনী ও এডভোকেট লোকমান আলী রিমন।

শান্তিগঞ্জ

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট ইয়াসীন খান মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. বরকত উল্লাহর কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

খাগড়াছড়ি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির ২৯৮ নং আসনে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত এর নিকট প্রার্থীরা এই মনোনয়নপত্র শেষ মুহূর্ত পর্যন্ত দাখিল করতে থাকেন।

উল্লেখ্য এখন পর্যন্ত খাগড়াছড়ি জেলার একমাত্র আসনটিতে বিএনপি, জামায়াত, স্বতন্ত্র এবং জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের যে ১৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তারা হলেনÑ বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা, স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান, স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা, স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা, স্বতন্ত্র প্রার্থী লাব্রিচাই মারমা, স্বতন্ত্র প্রার্থী সন্তোষিত চাকমা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ কাউছার, ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী নূর ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজি, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী মো. মোস্তফা, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী দিনময় রোয়াজা, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি উশৈপ্রু মারমা, স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা।

নরসিংদী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নরসিংদী-২ (পলাশ) আসনে মনোনয়ন জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনের কার্যালয়ে তিনি মনোনয়ন জমা দেন। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমীর মোসলেহুদ্দীন, পলাশ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল কাশেম শিকদার, জেলা শিবিরের সভাপতি তাওহিদুল ইসলাম ও জামায়াতে ইসলামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাজিতপুর : সোমবার সকালে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম দাখিল করেন জেলা জামায়াতের আমীর ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক মো. রমজান আলী। সাংবাদিক শামসুল আলম সেলিম সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সহ. অধ্যাপক আনোয়ারুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার ( ২৯ ডিসেম্বর ) বিকেল ৩টায় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার শাহাদাৎ হোসেনের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

তিতাস (কুমিল্লা) : কুমিল্লা-২ আসনে রাজনৈতিক অঙ্গনে দেখা গেছে ব্যাপক তৎপরতা ও উৎসাহ-উদ্দীপনা। নির্ধারিত শেষ দিনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন দাখিলে ব্যস্ত সময় পার করছেন। এরই ধারাবাহিকতায় কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. নাজির উদ্দিন মোল্লা মনোনয়নপত্র জমা দেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

কোটচাঁদপুর (ঝিনাইদহ) : উৎসব মুখর পরিবেশে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।

সোমবার দুপুরে কোটচাঁদপুর উপজেলা কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ডা. আব্দুর রহিম সরকার। জামায়াত সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজুকে সাথে নিয়ে বিকেল সাড়ে চারটায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

নোয়াখালী : নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব ছাড়াও অন্তত অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির তিন নেতাকর্মী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

২৮ ডিসেম্বর দুপুরের দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে শনিবার পর্যন্ত ৭৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাতজন জমা দিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট শাহ মাহফুজ রহমান এই আসনে এনসিপির প্রার্থী দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। ইনজিনিয়ার রাজিব সাবেক উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, শনিবার পর্যন্ত ছয়টি সংসদীয় আসনে ৭৮ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছে ও সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন

সীতাকু- (চট্টগ্রাম) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী মনোনয়ন পত্র দাখিল করেছেন সীতাকু- উপজেলা নির্বাহী অফিসার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ ফখরুল ইসলামের কাছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মোঃ তাহের, সাবেক আমীর মাওলানা তৌহিদুল হক চৌধুরী, এডভোকেট হুসাইন মোঃ আশরাফ, কুতুবউদ্দিন শিবলী।

একইভাবে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী মনোয়ন পত্র দাখিল করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনে কাছে।

লালমনিরহাট : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন - ২০২৬ এর মনোনয়ন ফরম সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের নিকট জমা দিয়েছে। লালমনিরহাট সদর- ৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও লালমনিরহাট জেলা আমীর এবং জননেতা এডভোকেট আবু তাহের, লালমনিরহাট (আদিতমারী-কালীগঞ্জ)-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি জনপ্রিয় নেতা এ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু, লালমনিরহাট (পাটগ্রাম-হাতীবান্ধা)-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনপ্রিয় নেতা মোঃ আনোয়ারুল ইসলাম রাজু। মনোনয়ন ফরম জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন। জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি হাফেজ শাহ আলম, লালমনিরহাট জেলা জামায়াতের সাবেক আমীর এ্যাডভোকেট আব্দুল বাতেন, সাবেক আমীর অধ্যাপক আতাউর রহমানসহ জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ। জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়ে সাংবাদিকদের জানান, ন্যায় ও ইনসাফ ভিত্তিক এবং জুলাই কে স্বরণ করিয়ে আগামীর বাংলাদেশ গঠনের লক্ষে তারা এগিয়ে যাবে। লালমনিরহাট সদর-৩ আসনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু মনোনয়ন ফরম জমা দিয়েছে। এসময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একে এম মমিনুল হক ও সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেনসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে উৎসবমূখর পরিবেশে মনোনয়ন ফরম জমা দিয়েছে প্রার্থীরা। জেলা জাতীয় পার্টি, কমিউনিষ্ট পার্টির প্রার্থীরাও মনোনয়ন ফরম জমা দিয়েছে। তবে লালমনিরহাট জেলার ১, ২, ৩ আসনে মোট কতজন সংসদ সদস্য প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছে তার সঠিক তথ্য এ সংবাদ লেখা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা জানাতে পারেনি।

বিরামপুর (দিনাজপুর) : বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৬ জন এমপি প্রার্থী ২৯ ডিসেম্বর, সোমবার, বিকেল সাড়ে ৩ টা থেকে পর্যায়ক্রমে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন। দিনাজপুর-১ আসনে মোঃ মতিউর রহমান, দিনাজপুর-২ আসনে অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, দিনাজপুর-৩ আসনে অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর-৪ আসনে মোঃ আফতাব উদ্দিন মোল্লা, দিনাজপুর-৫ আসনে মোঃ আনোয়ার হোসেন ও দিনাজপুর-৬ আসনে মোঃ আনোয়ারুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি রাজীবুর রহমান পলাশ, জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা তারবিয়্যাত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও দিনাজপুর শহর সভাপতি মুশফিকুর রহমান, জেলা উত্তর সভাপতি রাসেল রানা, জেলা দক্ষিণ সভাপতি সাজিদুর রহমান সাজু, ৬ আসনের আসন পরিচালক, সদস্য সচিব ও উপজেলা আমীর এবং সেক্রেটারি সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

জুড়ী (মৌলভীবাজার) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা - জুড়ী) আসনে মোট ৭ জন সংসদ সদস্যপ্রার্থী সোমবার সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে বড়লেখায় সহকারি রিটার্নিং অফিসার ও বড়লেখা ইউএনও গালিব চৌধুরীর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন পাঁচজন সংসদ সদস্যপ্রার্থী।

বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বেলা আড়াইটায় জুড়ীতে সহকারি রিটার্নিং অফিসার ও ইউএনও এর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বড়লেখায় মনোনয়নপত্র জমাদানকারি প্রার্থীরা হলেন- জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম, খেলাফত মজলিস ও মনোনীত প্রার্থী মৌলভী লুকমান আহমদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ, গণফ্রন্ট মনোনীত প্রার্থী মো. শরিফুল ইসলাম ও গণঅধিকারের আব্দুন নুর।

দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দাউদকান্দি উপজেলা আমীর মনিরুজ্জামান বাহলুল উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন দাখিলকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা (উত্তর) জেলার সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আইন ও প্রশাসন বিভাগের দায়িত্বশীল এডভোকেট মোখলেসুর রহমান, দাউদকান্দি পৌর জামায়াতের আমীর আবুল কাশেম প্রধানীয়া ও পৌর সেক্রেটারি শাহজাহান তালুকদার।এছাড়া দাউদকান্দি পৌর যুব সভাপতি রেজাউল হক, পৌর যুব সেক্রেটারি তৌফিকুল ইসলাম সহ জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে এবার দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মোশাররফ হোসেন ও ড. খন্দকার মারুফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনিরুজ্জামান বাহলুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের বশির আহমেদ, খেলাফত মজলিসের সৈয়দ আব্দুল কাদের (জামাল), জাতীয় পার্টির সৈয়দ মো. ইফতেকার আহসান, এবি পার্টির শফিউল বাশার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের বড়ুয়া মনোজিত ধিমন।এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন ওমর ফারুক, কাজী ওবায়েদউল্লাহ, আবু জায়েদ জায়েদ মাখন এবং বিআরপির আবুল কালাম পলাশ। মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে কুমিল্লা-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছেন, আগামী দিনে এ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র আকার ধারণ করবে।

ছাতক (সুনামগঞ্জ) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম। রোববার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ছাতক উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

পিরোজপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের আবেদন পত্র জমা দেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন পিরোজপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। এরপরে মাগরিবের পূর্বে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী ও পিরোজপুর-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী শামীম সাঈদী মনোনয়নপত্র জমা দেন। একদিন পূর্বে ২৮ ডিসেম্বর বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জু সুমন মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও বিভিন্ন সময়ে অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, পিরোজপুর-১ আসন থেকে ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীসহ মোট ২ জন মনোনয়ন পত্র জমা দেন। এছাড়াও পিরোজপুর-২ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন, যার মধ্যে শেষ পর্যন্ত ৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

অপরদিকে পিরোজপুর-৩ আসন থেকে ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার তিন আসন থেকে মোট ২২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। শেষ সময় পর্যন্ত এর মধ্যে ১৬ জন সংসদ সদস্য প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাচাই-বাছাই, আপিল ও প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

বরগুনা : বরগুনা-১ আসনে সোমবার জামায়াত মনোনীত প্রার্থী বরগুনা জেলা আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় শূরা সদস্য জনাব মাওলানা অধ্যাপক মুহিববুল্লাহ হারুন তার মনোনয়ন পত্র বরগুনা রিটার্রিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন।

বরগুনা-২ : বরগুনা-২ আসনে গতকাল ২৯-১২-২০২৫ ইং তারিখ জামায়াত মনোনীত প্রার্থী জামায়াত নেতা ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য ডা. সুলতান আহম্মেমদ তার মনোনয়ন পত্র পাথরঘাটা উপজেলার নির্বাহী অফিসার সহকারী রিটার্রিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন।

বাঁশখালী (চট্টগ্রাম) : চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে ৯ প্রার্থীর মনোনয়ন দাখিল। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণে উক্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়। মনোনয়ন দাখিল করলেন যারা, তারা হলেন-বাংলাদেশ জামায়তে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা লিয়াকত আলী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি -এলডিপির এডভোকেট কফিল উদ্দিন (সাবেক জেলা পিপি), নেজামে ইসলাম পার্টির মুসা বিন ইজহার, গণঅধিকার পরিষদের আরিফুল ইসলাম তায়েফ, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা রুহুল্লাহ, সুন্নি ঐক্যজোটের মাওলানা আব্দুল মালেক আশরাফী, বাংলাদেশ মুসলিম লীগের এহসানুল হক।

বাঁশখালী আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও মনোনয়ন দাখিলের শেষদিন সোমবার (২৯ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (সহকারী রিটার্নিং কর্মকর্তা) বরাবর ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন অফিসের তথ্যমতে মনোনয়ন জমা না দেওয়া দুই প্রার্থী হলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ নেছার উদ্দিন ও মীর মোহাম্মদ দোস্ত (স্বতন্ত্র)।

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) : ময়মনসিংহ ৬ ফুলবাড়ীযা আসনে বিএনপি জামায়াত সহ ৯ জনের মনোনয়নপত্র দাখিল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১. সাবেক জেলা আমীর অধ্যাপক মোঃ জসিম উদ্দিন স্বতন্ত্র ২. আখতার সুলতানা স্বতন্ত্র ৩. তানভীর আহমেদ রানা স্বতন্ত্র ৪. মোঃ আব্দুল করিম স্বতন্ত্র ৫. মো. আখতারুল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৬. মোঃ কামরুল হাসান বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭. মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী ইসলামী আন্দোলন বাংলাদেশ ৮. মোহাম্মদ রফিকুল ইসলাম খেলাফত মজলিস, ৯. বিগ্রেডিয়ার মোঃ সাইফুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেছেন।

রামগতি (লক্ষ্মীপুর) : জামায়াতে ইসলামী মনোনীত লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. আশরাফুর রহমান হাফিজউল্যাহ (এ আর হাফিজউল্যাহ)। ২৯ ডিসেম্বর বিকেল ৩টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও কমলনগর রাহাত উজ জামান এর কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

মির্জাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কলাম আজাদ সিদ্দিকী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা

সুরাইয়া ইয়াসমিনের কার্যালয়ে নিজে উপস্থিত থেকে এই মনোনয়নপত্র দাখিল করেন কালাম।