তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর উদ্যোগে আধিপত্যবাদবিরোধী শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যাকা-ের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে ‘স্ট্যান্ড ফর হাদী’ শীর্ষক বিশেষ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার একাডেমিক ভবন প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস প্রতিবাদী চেতনায় মুখর হয়ে ওঠে।
কর্মসূচিতে টাকসুর জিএস, সাইদুল ইসলাম সাঈদের সঞ্চালনায় এবং টাকসুর ভিপি, মুহাম্মদ ইকবাল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান। তিনি বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদীর হত্যাকা- শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়, এটি ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। এই হত্যার বিচার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।
বিশেষ অতিথির বক্তব্যে মাদরাসার উপাধ্যক্ষ, মাওলানা মিজানুর রহমান বলেন, অন্যায়ের বিরুদ্ধে ছাত্রসমাজের প্রতিবাদই ইতিহাসের মোড় ঘুরিয়েছে। শহীদ হাদীর রক্ত বৃথা যেতে পারে না, এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ন্যায়প্রত্যাশী মানুষকে সোচ্চার থাকতে হবে।
কর্মসূচিতে উপস্থিত শিক্ষকবৃন্দ ও টাকসুর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও শহীদ হাদীর আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিচার আদায়ের আন্দোলনে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও নৈতিক আন্দোলনের মাধ্যমেই ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।
কর্মসূচিতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সকল স্তরের শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
‘স্ট্যান্ড ফর হাদী’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা স্পষ্ট করে জানান, শহীদ শরীফ ওসমান বিন হাদীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ ও সচেতনতার এই ধারা অব্যাহত থাকবে।