বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়ন শাখার উদ্যোগে আজ শনিবার, সন্ধ্যা ০৭টায় এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের ৩৫ জন কর্মী ও সমর্থকবৃন্দ আনুষ্ঠানিকভাবে সহযোগী সদস্য ফরম পূরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
উক্ত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন সিংগাবরুণা ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব মৌলভী মোঃ জামশেদ আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি জননেতা আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বাদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ রেজাউল করিম, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, উপজেলা যুব জামায়াতে সভাপতি মোঃ আমির হামজা মিষ্টারসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীরবৃন্দ।
যোগদানকৃত ৩৫জনকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শেরপুর-৩ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বাদল ফুলের মালা দিয়ে বরণ করেন।
নতুন যোগদানকৃতরা বলেন, বাংলাদেশের সব দল দেখা শেষ এবার দাঁড়িপাল্লার বাংলাদেশ। আগামী নির্বাচনে জাময়াতে ইসলামী ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।