বায়জীদ বোস্তামী, বরিশাল অফিস : বরিশাল সিটি ও সদর উপজেলা ফোরাম, ঢাকা এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৬ই এপ্রিল বুধবার রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে ফোরামের আহ্বায়ক কামরুল আহসান হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসাইন,শেখ নেয়ামুল করিম, মাওলানা মতিউর রহমান, জনাব সৈয়দ জয়নুল আবেদীন, হাফিজুর রহমান, সগির বিন সাঈদ, খাইরুজ্জামান সবুর, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম কবির, মাওলানা আনিসুর রহমান, মোহাম্মদ মহিব্বুল্লাহ, আরিফুল ইসলাম পলাশ, ইঞ্জিনিয়ার আরিফ মাসুম, রিয়াজুল ইসলাম, আকবর হোসেনসহ সম্মানিত অতিথিবৃন্দ এবং ঢাকাস্থ বরিশাল এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শুধীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।