রংপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ রায়হান সিরাজীর সৌজন্যে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প আজ বুধবার গঙ্গাচড়ার বড়বিল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে সফলভাবে সম্পন্ন হয়েছে।
সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত চলা এই ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
মেডিসিন, শিশু, গাইনি, চর্ম, চক্ষু ও সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সারাদিন বিনামূল্যে রোগী দেখেন। প্রয়োজনীয় ক্ষেত্রে রোগীদের বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়। ক্যাম্পস্থলে নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের দীর্ঘ সারি দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের মনোনীত প্রার্থী মোঃ রায়হান সিরাজী, উপজেলা জামায়াতে ইসলামী আমীর নায়েবুজ্জামান, নায়েবে আমীর তাজ উদ্দিন, সেক্রেটারি সাইফুল ইসলাম এবং সাবেক নায়েবে আমীর আব্দুর রশিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম তদারকিতে তাঁরা সক্রিয়ভাবে অংশ নেন।
চিকিৎসা ক্যাম্পের আয়োজক, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিরাজী বলেন, এই এলাকার প্রান্তিক জনগোষ্ঠী আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত , স্থানীয় জনগণের মাঝে স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি এবং চিকিৎসায় সচেতনতা তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিল গংগাচড়া মানব কল্যাণ ফাউন্ডেশন, আর সহযোগিতায় রংপুরস্থ গঙ্গাচড়া উন্নয়ন ফোরাম।
চিকিৎসা সেবা পেয়ে সেবা প্রার্থীদের মাঝে সন্তুষ্টির ছাপ লক্ষ করা যায়। অগ্রিম সিরিয়াল সমন্বয়ে দায়িত্ব পালন করে বড়বিল মন্থনা বাজারের সাদিয়া লাইব্রেরী, স্টুডিও & প্রিন্টার্স।