গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস ও বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৫৫তম মহান বিজয় দিবস ২০২৫ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর)সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের ৩৬ শে জুলাই চত্বর থেকে জাতীয় পতাকা উত্তোলন ও সুশৃঙ্খল মার্চপাস্টের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে দেশপ্রেম ও বিজয়ের আবেশ।

সকাল ৯টা ১৫ মিনিটে ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বের হওয়া বর্ণাঢ্য আনন্দ র‍্যালি কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি ও হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থী, হলের প্রভোস্ট ও শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকবৃন্দ পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৯টা ৩০ মিনিটে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়, যেখানে মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনা রং তুলির আঁচড়ে ফুটে ওঠে। একই সময়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ হল সংলগ্ন মাঠে বিভিন্ন প্রীতি খেলাধুলার আয়োজন করা হয়। খেলাধুলা শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ গৌরব ও অহংকারের প্রতীক। স্বাধীনতা শুধু ভূখণ্ড নয়, আমাদের দিয়েছে আত্মপরিচয়, মর্যাদা ও আত্মবিশ্বাস। বিজয়ের চেতনা হৃদয়ে ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমিক, সততা ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের অঙ্গীকার। প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন।

দিবসের সমাপ্তি ঘটে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে মহান মুক্তিযুদ্ধে শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া আয়োজনের মাধ্যমে।