লক্ষ্মীপুর ৫০% বাড়ি ভাড়াসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে জেলা আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আব্দুর রহমান, মাস্টার মোহাম্মদ রুহুল আমিন, আব্দুর রহিম জাহাঙ্গীর, অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, অধ্যাপক আজিজুর রহমান আজম, মিজানুর রহমান মানিক প্রমুখ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় বক্তারা হুশিয়ার দিয়ে বলেন, ৫০% বাড়ি ভাড়া, ১০০% উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা ১৫০০ টাকা নিশ্চিত করা না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এর আগে একই দাবিতে ঢাকা লক্ষ্মীপুর মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করেন আদর্শ শিক্ষক ফেডারেশন।
গ্রাম-গঞ্জ-শহর
লক্ষ্মীপুরে শিক্ষকদের মানববন্ধন
লক্ষ্মীপুর ৫০% বাড়ি ভাড়াসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে জেলা আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক