“বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়, যেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত থাকবে — এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগরের নায়েবে আমীর মো: খায়রুল হাসান।
গতকাল রোববার বেলা ১১টায় গাজীপুর সদর থানাধীন বাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উদ্যোগে কেশরিতা এলাকার অ্যাকুয়া বিলাসে আয়োজিত সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইসলামপন্থী তথা জামায়াত ইসলামী কখনোই অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়, সম্মান বা সম্পদের ক্ষতি করেনি। বরং গত ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় হিন্দু মন্দির ও ঘরবাড়ি পাহারা দিয়ে আমরা পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের অনন্য নজির স্থাপন করেছি। সভায় সভাপতিত্ব করেন বাড়িয়া ইউনিয়ন যুব বিভাগের সহসভাপতি মো. দেলোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন ১নং ওয়ার্ড সভাপতি মো: মাসুম বিল্লাহ। এসময় আরও বক্তব্য রাখেন গাজীপুর সদর থানার নায়েবে আমীর ও ওয়ার্ড মেম্বার মাওলানা শফিকুল ইসলাম, বাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুর রশিদ, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি অপূর্ব চন্দ্র, আনন্দ দাস, উত্তম দাস এবং জামায়াত নেতৃবৃন্দ মো: ওয়াকিল উদ্দিন ও মো: জাকির হোসেন।
খায়রুল হাসান আরও বলেন, “আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কেবল সনাতন ধর্মাবলম্বী নয়, বরং মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধসহ সকল ধর্ম, শ্রেণি ও পেশার মানুষের ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করবো।
মতবিনিময় সভাটি ছিল একটি সম্প্রীতির বার্তা বহনকারী উদাহরণ, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার উঠে আসে।