গত ২৯ অক্টোবর বুধবার রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির (বিডাব্লিউপিইএ) উদ্যোগে “পানি ও বিদ্যুৎ খাতে টেকসই অবকাঠামো ও কৌশলগত পরিকল্পনা: ভবিষ্যৎ নেতৃত্বে প্রকৌশলীদের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান এবং পানি সম্পদ ও বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হসান।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির বলেন, পানি ও বিদ্যুৎ খাত দেশের উন্নয়নের প্রধান দুটি স্তম্ভ। টেকসই অবকাঠামো গড়ে তুলতে হলে প্রকৌশলীদের উদ্ভাবনী চিন্তা, আন্তরিকতা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভবিষ্যৎ নেতৃত্বে তাদের সক্রিয় অংশগ্রহণ এ খাতকে আরো গতিশীল করে তুলবে।
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হসান বলেন, উন্নয়ন যেন পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় - এটাই টেকসই উন্নয়নের মূল লক্ষ্য। তিনি বলেন, প্রকৌশলীরা এমনভাবে কাজ করবেন, যাতে আপনাদের পেশার পরিচিতি আপনাদেরকে গৌরবান্বিত করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব প্রকৌশলী মো. শাহেদুল আজিম সজল এবং প্রচার সম্পাদক প্রকৌশলী ড. মো. সাইফ উদ্দিন। সংগঠনের মহাসচিব প্রকৌশলী শাহেদুল আজিম সজল বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য পানি ও বিদ্যুৎ খাতের টেকসই অগ্রগতি অপরিহার্য। আর এ উন্নয়নের মূল চালিকাশক্তি হচ্ছেন প্রকৌশলীরা, যারা মাঠপর্যায়ে, প্রকল্পে এবং কার্যালয়ে নিরলস পরিশ্রম করে দেশের উন্নয়নচক্র সচল রাখছেন।
তিনি বলে, দক্ষ প্রকৌশলীরা থাকলে প্রকল্প ব্যয় কমে, বাস্তবায়নের গতি বাড়ে এবং সেবার মান উন্নত হয়। সুতরাং প্রকৌশলীদের যথাযথ মূল্যায়ন মানেই জাতীয় লাভজনক বিনিয়োগ। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির সভাপতি ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ শাহজাহান সিরাজ। অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি